সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৪ লাখ ৫৩ হাজার ৭৩১ টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারীর ৫ কোটি ৭৯ লাখ টাকার , দ্বিতীয় স্থানে রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৫১ লাখ টাকার ও তৃতীয় স্থানে যমুনা ব্যাংকের ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনকারীদের মধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে অসুস্থদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান এবং ২০২৩-২৫ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

আরো পড়ুন:

চবিতে ২৪ ঘণ্টায়ও অনশন ভাঙেননি চারুকলার শিক্ষার্থীরা

মূল ক্যাম্পাসে চারুকলা আনার দাবিতে অনশনে চবির ৯ শিক্ষার্থী

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, “দীর্ঘক্ষণ ধরে অভুক্ত থাকায় তাদের দেহে সুগার কমে গেছে। এজন্য দুইজনকে স্যালাইন দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি।”

এর আগে, গতকাল সোমবার (২১ এপ্রিল) সাড়ে ৩ টায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ইনস্টিটিউটটির নয় শিক্ষার্থী।

তারা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাসরুল আল ফাহিম, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ইয়ামিন, একই শিক্ষাবর্ষের মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর ইকবাল সানি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম মাহী এবং একই শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ