সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৫৩ বারে ১৭ লাখ ২৬ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৭১ বারে ২ লাখ ১ হাজার ২৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪ বারে ২৩ লাখ ২০ হাজার ৩৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৩.

৬৬ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৩.২১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.১৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১৩ শতাংশ, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২.৮৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর

এছাড়াও পড়ুন:

কাঁদতে কাঁদতে গাজার বাসিন্দা বললেন, ‘আমরা তো সব হারিয়েছি, ঈদটা কষ্টের’

ফিলিস্তিনের গাজায় রোববার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। তবে ইসরায়েলের নৃশংস হামলায় বিধ্বস্ত উপত্যকাটিতে এ দিন ছিল না উৎসবের আমেজ। ঈদের দিনও সেখানে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মুসলিমদের কাছে খুশির এ দিনটিতেও গাজায় নিহত হয়েছেন অন্তত ৩৫ ফিলিস্তিনি।

দীর্ঘ ১৭ মাস ধরে চলা হামলায় গাজায় আর কোনো মসজিদ অবশিষ্ট নেই বললেই চলে। রোববার তাই উপত্যকাটির বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে হয়েছে ধ্বংস হয়ে যাওয়া মসজিদের বাইরে। আগের দিনে গাজার যেসব শিশু নতুন পোশাক পরে আনন্দ করত, তারা এখন ক্ষুধায়-আতঙ্কে কাতর। ঈদ উপলক্ষে নেই তেমন রান্নার আয়োজন।

ইসরায়েলের হামলা শুরুর আগে গাজার ফিলিস্তিনিরা ঈদের সকালে পরিবারের সদস্যদের নিয়ে উদ্‌যাপন করতেন। তবে এখনকার চিত্র ভিন্ন। বহু গাজাবাসী তাঁদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। রোববার অনেককে দেখা যায় প্রিয়জনের কবরের পাশে। অনেকে হাজির হন হাসপাতালের মর্গে—শেষবারের মতো কাছের মানুষের মরদেহটি দেখতে।

ইসরায়েলের হামলায় গাজার বাসিন্দা আদেল আল-শায়ের তাঁর পরিবারের ২০ সদস্যকে হারিয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ঈদের নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘এই ঈদটা কষ্টের। আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি। আমাদের সন্তান, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ—সবকিছু... আমরা তো সব হারিয়েছি।’

ঈদের দিন স্বজনের কবরের পাশে গাজা নগরীর এক নারী

সম্পর্কিত নিবন্ধ