নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার কামরুজ্জামান টুটুল (৪১) ও হাবিব (৩৯)। কামরুজ্জামান পেশায় ব্যবসায়ী ও হাবিব ফিনল্যান্ডপ্রবাসী ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনায় তাঁদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মোটরসাইকেলে করে সোনারগাঁ এলাকায় ঘুরতে যান কামরুজ্জামান ও হাবিব। দিনভর সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মেঘনা নদীতে গোসল করেন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা মোটরসাইকেলে করে বাসায় ফেরার জন্য রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কামরুজ্জামান ও হাবিব মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে কামরুজ্জামান নিহত হন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানান, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।    

মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশে ৫ থেকে ৭ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এতে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এপ্রিলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
 

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ