সোনারগাঁ ঘুরে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
Published: 27th, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার কামরুজ্জামান টুটুল (৪১) ও হাবিব (৩৯)। কামরুজ্জামান পেশায় ব্যবসায়ী ও হাবিব ফিনল্যান্ডপ্রবাসী ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনায় তাঁদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মোটরসাইকেলে করে সোনারগাঁ এলাকায় ঘুরতে যান কামরুজ্জামান ও হাবিব। দিনভর সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মেঘনা নদীতে গোসল করেন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা মোটরসাইকেলে করে বাসায় ফেরার জন্য রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কামরুজ্জামান ও হাবিব মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে কামরুজ্জামান নিহত হন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানান, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক য়
এছাড়াও পড়ুন:
এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনান ইমামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের পদে থেকে মোহাম্মদ আদনান ইমাম শেয়ার বাজারে কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং অপরাধে জড়িত থাকার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মোহাম্মদ আদনান ইমাম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।
আদালত শুনানি নিয়ে মোহাম্মদ আদনান ইমামকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
গত ১৫ নভেম্বর সাবেক পরিচালক আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তিনি বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান। তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়।
২০১৭ সালের ১০ ডিসেম্বর ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর পরিচালক হিসেবে যুক্ত হন আদনান ইমাম। সম্প্রতি তিনি ব্যাংকের পরিচালক পদ ছাড়েন। ব্যাংক থেকে নামে-বেনামে অর্থ বের করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনএবার এনআরবিসি ব্যাংকের পারভেজ তমাল ও আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ১৪ নভেম্বর ২০২৪