নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার কামরুজ্জামান টুটুল (৪১) ও হাবিব (৩৯)। কামরুজ্জামান পেশায় ব্যবসায়ী ও হাবিব ফিনল্যান্ডপ্রবাসী ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনায় তাঁদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মোটরসাইকেলে করে সোনারগাঁ এলাকায় ঘুরতে যান কামরুজ্জামান ও হাবিব। দিনভর সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মেঘনা নদীতে গোসল করেন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা মোটরসাইকেলে করে বাসায় ফেরার জন্য রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কামরুজ্জামান ও হাবিব মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে কামরুজ্জামান নিহত হন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জানান, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি

এই মৌসুমটা দারুণ কাটছিল রইয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। তবে একটাই খুঁত ছিল, ঘরের মাঠে জিততে পারছিল না বিরাট কোহলিরা। নিজেদের ডেরায় টানা তিন ম্যাচ হারে দলটি। হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পর অবশেষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে দুইশর বেশি রান করতে সক্ষম হয় এবং এক রোমাঞ্চকর জয় পায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে পায় ২০৫ রানের পুঁজি। সেই রান তাড়া করতে নেমে সুবিধাজনক জায়গা থেকেও ১১ রানে ম্যাচ হারে রাজস্থান। ম্যাচে ৭০ রানের ইনিংস খেলা কোহলি এই রাতে ছাড়িয়ে গেলেন বাবর আজমের একটি রেকর্ড।

বিরাট কোহলি খেলেন ৪২ বলে ৭০ রানের ইনিংস। ৩২তম বলে ফিফটি ছুঁয়ে কোহলি গড়েন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ম্যাচ ও ফ্র্যাঞ্চাইজি লিগসহ সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন কোহলি। এতদিন ৬১টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এই রেকর্ড ছিল বাবরের।

আরো পড়ুন:

বেঙ্গালুরুর জন্য ঘরের মাঠ বিভীষিকা

‘ভাবিনি ১৫ বছর একসাথে খেলব’

ম্যাচ শেষে কোহলি, “আমরা ঘরের মাঠে তিনটি গড়পড়তা ম্যাচ খেলেছি এবং ব্যাটিং ইউনিটে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি যে, আমাদের কী কী ঠিক করতে হবে। আজ আমরা বোর্ডে ভালো রান তুলতে পেরেছি। আমরা অনুভব করছিলাম যে পিচটা স্কোরবোর্ডে যেরকম দেখা যাচ্ছিল, ততটা সহজ ছিল না।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ