স্থানীয় নয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ
Published: 27th, February 2025 GMT
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই ইতোমধ্যে বলেছেন, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য, জাতীয় নির্বাচন নিয়ে। আপাতত স্থানীয় নির্বাচনের কথা ভাবছি না।’’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য।’’
তিনি বলেন, ‘‘স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।’’
নির্বাচন কমিশনার বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য, জাতীয় নির্বাচন। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’’
‘‘জুনের পর ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য সম্ভব মনে করছি না।’’- যোগ করেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিবেশ দিনকে দিন উন্নত হচ্ছে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’
ঢাকা/সাব্বির/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড স ম বর আম দ র
এছাড়াও পড়ুন:
ভোরে আকস্মিকভাবে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগরী এলাকায় জননিরাপত্তাবিধান তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত চেকপোস্ট-তল্লাশিচৌকির কার্যক্রমসহ কয়েকটি থানা ঘুরে দেখেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁর বারিধারার ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন।
পরবর্তী সময় নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত যান জাহাঙ্গীর আলম চৌধুরী। পথিমধ্যে তিনি আশপাশের কিছু অলিগলি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।