বিজ্ঞাপন নির্মাতা মুনতাসির আকিবের বানানো বিজ্ঞাপন পেলো ব্রান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি তুলে দেয়া হয় বিজ্ঞাপনী সংস্থা স্টারকম বাংলাদেশের হাতে। 

এমজিআই প্রেজেন্স ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের অষ্টম সংস্করণে মুনতাসির আকিব নির্মিত "পিবিএস: ব্রিজিং ট্রেডিশন অ্যান্ড টেকনোলজি" ক্যাম্পেইন ই-কমার্স বিভাগে সেরা ডিজিটাল মার্কেটিং হিসেবে রৌপ্য পুরস্কার পায়। 

৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা শীর্ষস্থানীয় সংস্থাগুলোর অসাধারণ সৃজনশীলতা এবং কার্যকর ডিজিটাল মার্কেটিং প্রচেষ্টাকে সম্মানিত করেছে। ৫০০ বেশি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশের বিজ্ঞাপন ও চলচ্চিত্র জগতে মুনতাসির আকিব  ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর প্রাণ-আরএফএল গ্রুপ এবং স্কয়ার গ্রুপে ক্রিয়েটিভ বিভাগে কাজ করেছেন। 
২০১৮ সালে এই নির্মাতা ফিল্ম ম্যানিয়া নামে একটি অডিও-ভিজ্যুয়াল কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিজ্ঞাপন নির্মাণ শুরু করেন। বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ২০১৮ সালে তিনি ‘প্রেমিক ১৯৮২’ নামে সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। তারপর ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কাদের আইসক্রিম’নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ই-বুককে জনপ্রিয় করছে ‘বইটই’, বিনামূল্যে পড়া যায় তিন শতাধিক বই

বইপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ই-বুক। কখনও বিনা মূল্যে আবার কখনও অল্প মূল্যে ই-বুক পাওয়া যায়। আমাদের দেশে ই-বুক সম্প্রসারণে কাজ কাজ করছে ‘বইটই’। বইটই-এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এর উদ্যোক্তা জনপ্রিয় কিবোর্ড রিদমিক ল্যাবস-এর সিইও শামীম হাসনাত। তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। এরপর নিজেকে নিয়োজিত করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে। 

যেভাবে বইটই এর যাত্রা শুরু: শামীম হাসনাত বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি তৈরি করেন রিদমিক কিবোর্ড, যা অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যায়। শামীম ২০১২ সালে রিদ্মিক কিবোর্ড চালু করেন, যার বর্তমান ব্যবহারকারী সংখ্যা ১২ কোটির বেশি। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি রিদ্মিক ল্যাবস-এর যাত্রা শুরু করেন, যেখানে নানা ধরনের অ্যাপ তৈরি করা হয়। সেই রিদমিক ল্যাবসের অন্যতম একটি প্রকল্প হলো বইটই।

কোথায় পাওয়া যায়:  বইটই অ্যাপ প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যায়। অ্যাপে লগইন করার পর পাঠকরা বিনামূল্যে পড়তে পারবেন তিন শতাধিক বই। এছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে বারো হাজারের বেশি ই-বই কিনতে পারবেন। এসব বইয়ের মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যবহারকারী একবার একটি ই-বই কিনলে সারাজীবন পড়তে পারবেন। এছাড়াও, পড়ার সময় বই দাগানো, কোনো বিশেষ চরিত্র বা সংখ্যা মার্ক করা—এসব সুবিধাও পাওয়া যাবে বইটই অ্যাপে। জুম ইন বা জুম আউট করে প্রয়োজন অনুযায়ী লেখার আকার ছোট-বড় করেও পড়া যাবে।

আরো পড়ুন:

পর্যাপ্ত পানি পান করার পরেও ত্বক শুষ্ক হয় কেন?

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

বইটই সাইটে গিয়ে যেকোনো বইয়ের শুরুর অংশ পড়া যাবে। এরপর ইচ্ছে হলে কিনতে পারবেন। দেখতে পারবেন কোন লেখকের বই সবচেয়ে বেশি পড়া হচ্ছে, কোন ক্যাটাগরিতে কোন লেখক সেরা—এসব তথ্যও জানা যাবে। পাঠকরা ই-বই পড়ে তাদের মূল্যবান মতামত দিতে পারবেন।

বইটই’র কাস্টমার অফিসার মো. আসিফ অনিক রাইজিংবিডিকে বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য ছিল সহজে ও সুলভে বই সবার হাতে পৌঁছে দেওয়া। তবে লক্ষ্যটা আরও বড়। ইচ্ছে আছে শত বা হাজার নয় বরং দেশ ও বিদেশের প্রতিটি মানুষের হাতেই বই পৌঁছে দেওয়ার।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান
  • নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি
  • ই-বুককে জনপ্রিয় করছে ‘বইটই’, বিনামূল্যে পড়া যায় তিন শতাধিক বই
  • সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রী নিহত
  • কুবির ৪ ছাত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ 
  • অতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি
  • খান ব্রাদার্সের শেয়ার কারসাজি, এবাদুল চক্রকে ৮৬ লাখ অর্থদণ্ড