তেঁতুলিয়া সীমান্তে আটক ৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
Published: 27th, February 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে এক নারীসহ সাত বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছিলেন। এ সময় ভারতের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের বানেশ্বরজোত ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের আটকের সংবাদ পাওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে রাতেই পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাশিমগঞ্জ বিওপির সদস্যরা তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন।
সাত বাংলাদেশি হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মণের ছেলে হরেন বর্মণ (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মণ (২১), নব বর্মণ (১৭), একই উপজেলার আখানগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মণের ছেলে রিপন বর্মণ (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে শুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিশ রায় (১৮)।
ঢাকা/নাঈম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখতে চান ব্লগার ওয়াশিকুরের বাবা
টিপু সুলতানের বয়স প্রায় ৮০ বছর। জীবনে একের পর এক আঘাত পেয়েছেন। ৯০ দশকের শুরুর দিকে মারা যান বড় ছেলে। এরপর ১৯৯৫ সালের দুই সন্তানসহ তাকে রেখে চলে যান স্ত্রী। সন্তানদের ওপর সৎ মায়ের আঁচড় যেন না পড়ে, সেজন্য আর নতুন সংসার গড়েননি টিপু সুলতান। কোলে-পিঠে করে ছেলে-মেয়েকে মানুষ করেছেন। ১০ বছর আগে ছেলে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান ওয়াশিকুর রহমান বাবুর বাবা।
২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। পরের বছরের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক এস এম জিয়াউর রহমান। সাড়ে চার বছর বিচারকাজ চলার পর রায় ঘোষণার জন্য ২০২০ সালের ২৭ অক্টোবর তারিখ ধার্য করা হয়। কিন্তু, তখন চার্জ গঠনে কিছু ত্রুটি ধরা পড়ে। পরে মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় চার্জ গঠন করা হয়। এরইমধ্যে মামলাটি ওই আদালত থেকে ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। এরপর আর তেমন অগ্রগতি নেই এ মামলার বিচারকাজে।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এ মামলায় চার আসামি কারাগার থেকে মুক্ত হয়েছেন। সর্বশেষ গত ১২ জানুয়ারি মামলাটির ধার্য তারিখ ছিল। ওইদিন শুনানির তারিখ পিছিয়ে ৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন বিচারক আব্দুল্লাহ আল মামুন।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওয়াশিকুর রহমান বাবুর বাবা টিপু সুলতান বলেন, “ছোটবেলায় ছেলে-মেয়েকে ফেলে তার মা চলে যায়। কোলে-পিঠে করে ওদের বড় করেছি। ওয়াশিকুরকে ঢাকায় কলেজে ভর্তি করি, যেন মানুষের মতো মানুষ হয়। সেই ছেলেটাকে খুন করল। ১০ বছর হয়ে গেছে। বিচার পেলাম না। বয়সও হয়েছে। মৃত্যুর আগে যেন ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে পারি। বিচার হলে কিছুটা শান্তি পাব।”
এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার এসব মামলার বিচারে যত্ন নেয়নি৷ তারা মিথ্যা রাজনৈতিক মামলা নিয়েই ব্যস্ত ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব মামলার বিচার নিশ্চিতে কাজ করছে৷ ইতোমধ্যে মামলার তালিকা করা হয়েছে। আশা করছি, দ্রুত এ মামলার বিচারকাজ শেষ হবে৷
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মরিয়াম লাকি বলেন, “আমাদের স্যার যথেষ্ট আন্তরিক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে। তিনি কোনো মামলা ঝুলিয়ে রাখার পক্ষে না। সাক্ষী হাজির করে মামলার বিচার শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী। তখন পুলিশ জানিয়েছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করার কথা বলেছে আটককৃত দুই জন। ওয়াশিকুর রহমানের লেখালিখির অন্যতম বিষয় ছিল—ইসলামসহ নানা ধর্মের সমালোচনা। তার বিভিন্ন মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হতো।
ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। চার্জশিটভুক্ত আসামিরা হলেন—জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর, মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম। আসামিদের মধ্যে জুনায়েদ আহম্মেদ মামলার শুরু থেকে পলাতক। অপর আসামিরা জামিনে আছেন।
আসামি জিকরুল্লাহ ও আরিফের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বলেছেন, “তারা ঘটনাস্থলে ছিল না। এ হত্যাকাণ্ডের আগেই দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়৷ এ মামলায় প্রতিটি পদে পদে ভুল হয়েছে। আমরা প্রত্যাশা করছি, বিচার প্রক্রিয়া শেষে তারা খালাস পাবেন।”
ওয়াশিকুর রহমান বাবু রাজধানীর মতিঝিলে ফারইস্ট অ্যাভিয়েশন নামের একটি ট্রাভেল এজেন্সিতে ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাবার সঙ্গে বেগুনবাড়ীর ৪/৩-এ ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে সাবলেট থাকতেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপেজলার উত্তর হাজীপুরে।
মামলার বাদী ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ ফ্রান্স প্রবাসী বলে জানিয়েছেন টিপু সুলতান। তিনি আদালতে সাক্ষ্য দেননি।
ঢাকা/রফিক