‘সুড়ঙ্গ’ সিনেমার প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরছেন আফরান নিশো। ইতোমধ্যে শেষ হয়েছে তাঁর আসন্ন সিনেমা ‘দাগি’র শুটিং। প্রায় ২ মাস ৫ দিন পর ক্যামেরা ক্লোজ হলো ‘দাগি’র।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র্যা প আপ’। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।
ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যা প আপ’! এর পর সে সময় ভিডিওতে আফরান নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’
এর আগে গেল বছরের ডিসেম্বরে সৈয়দপুরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। এর পর পঞ্চগড়, রাজশাহী, বরিশাল, মানিকগঞ্জ, ঢাকায় সিনেমাটির শুটিং হয়। ‘দাগি’ যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এনটারটেইনমেন্ট ও চরকি।
সিনেমাটিতে আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে কমিটি, রিফাত রশীদের পদত্যাগ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, নতুন এ সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা।
বিস্তারিত আসছে....