Samakal:
2025-04-22@23:25:23 GMT

দক্ষিণী কন্যা শ্রীলীলা

Published: 27th, February 2025 GMT

দক্ষিণী কন্যা শ্রীলীলা

দক্ষিণী সিনেমার নতুন আলোচিত নাম শ্রীলীলা। রূপ-লাবণ্য আর প্রাণবন্ত অভিব্যক্তিতে ইতোমধ্যে সিনেপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শক এখন মজে আছেন এই তেলেগু সুন্দরীর উপস্থিতিতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন শ্রীলীলা।

২৫ বছর বয়সী শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। বেড়ে ওঠেন ভারতের বেঙ্গালুরুতে। তাঁর মা একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশায় যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো এক অজানা কারণে তিনি অভিনেত্রী হয়েছেন। ২০১৭ সালে তেলেগু সিনেমা চিত্রাঙ্গদা-তে শিশুশিল্পী হিসেবে অভিষেক হলেও ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’ দিয়ে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিষেক সিনেমাতেই জাতীয় পুরস্কার জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী।

শ্রীলীলার অভিনয় জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০২১ সালে ‘পেল্লি সান্ধাডি’ সিনেমাটি। এটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তিনি রবি তেজার বিপরীতে ‘ধামাকা’ সিনেমায় অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সবচেয়ে আলোচনায় আসেন ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’-এর মাধ্যমে। এই গানের ঝড়ে এক লহমায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তাঁর লাস্যময়ী রূপ, শিহরণ জাগানো অভিব্যক্তি এবং আকর্ষণীয় পারফরম্যান্স তাঁকে রাতারাতি প্যান-ইন্ডিয়ান তারকায় পরিণত করে। ধামাকা এবং পুষ্পা-২-এর পর শ্রীলীলা একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হন।

এছাড়াও, তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে গুন্টুর কারমা ছবিতে অভিনয় করেন, যা তাঁর ক্যারিয়ারকে নতুন গতি দেয়। বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিত্তি’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। অন্যদিকে এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ  হয়েছেন ‘আশিকি ৩’ সিনেমায়; যেখানে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। অনুরাগ বসু পরিচালিত এই রোমান্টিক সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে কার্তিককে গিটার হাতে দেখা যায়। ‘আশিকি ৩’ সিনেমাটি চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। 

মডেলিং আর অভিনয়ে ব্যস্ত থাকলেও শ্রীলীলা সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসেন সবসময়। ২০২২ সালে তিনি দুটি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন, যা তাঁর মানবিক দিককে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। শ্রীলীলা ছোটবেলা থেকেই ভরতনাট্যম নৃত্যে পারদর্শী ছিলেন, যার সুফল তিনি সিনেমায় অভিনয়ের সময় পাচ্ছেন। শুধু অভিনয়ে নয়, ফ্যাশন সচেতনতার দিক থেকেও বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা থাকলেও ওয়েস্টার্ন পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ। স্টাইলিশ ব্লাউজ, আকর্ষণীয় অলংকার ও ন্যাচারাল মেকআপে তাঁকে আরও মোহনীয় করে তোলে। 

তেলেগু, কন্নড়, কিংবা বলিউড–যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন, শ্রীলীলা তাঁর মেধা, পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করতে সচেষ্ট। তিনি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে আগ্রহী, যা তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। সিনেমার এই নতুন প্রিয়দর্শিনী যে আরও অনেক বছর দর্শক-হৃদয়ে রাজত্ব করবেন, তা বলার অপেক্ষা রাখে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে মারধর করে ১৩ জন কৃষকের ৬৬ একর জমির ধান লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় সংবাদ সম্মেলন করেন কৃষকরা। সেখানেই এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে কৃষক মো. মাসুদ মিয়া লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, তিনি, নায়েব আলী, মোস্তফা মিয়া ও সাইফুল মিয়াসহ ১৩ জন কৃষক সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হকের কাছ থেকে এক বছরের জন্য ৬৬ একর বোরো জমি লিজ নিয়েছিলেন। প্রতি একর জমি ১৩ হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদসহ প্রতি একরে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা। প্রতি একরে ধান হওয়ার কথা ১০০ মণ। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। তিনি (মাসুদ মিয়া) লিজ নিয়েছিলেন ৬ একর জমি।

সংবাদ সম্মেলনে মাসুদ মিয়া উল্লেখ করেন, আবদুল হক মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। এ কারণে তাঁর জমি তিনি লিজ দিয়েছেন। তাঁর সঙ্গে বিএনপি নেতা জাহাঙ্গীরের রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু কৃষকরা কী দোষ করেছেন। গত শনিবার কম্বাইন হারভেস্টার দিয়ে সমুদয় ধান জাহাঙ্গীরের লোকজন কেটে নিয়ে গেছেন। এতে কৃষক ও তাদের স্বজনরা বাধা দিতে গেলে হামলা চালানো হয়। হামলায় পাঁচজন কৃষক আহত হন।

আহতরা হলেন– মাসুদ মিয়া (৪০), মোস্তফা মিয়া (৪৫), সাইফুল মিয়া (৪০), কাছুম আলী (৫৫) ও জামির হোসেন (৪৩)। গুরুতর আহত মোস্তফা মিয়া ঢাকায় চিকিৎসাধীন।

বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাষ্য, এসব জমির প্রকৃত মালিকরা থাকেন কিশোরগঞ্জ শহরে। তাদের জমি সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই আবদুল হক জোরপূর্বক দখল করেছিলেন। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলে প্রকৃত মালিকরাই জমি আবাদ করেছিলেন। তারা নিজেদের জমির ধান কাটার সময় অভিযোগকারীদের ৫ একরের মতো জমির ধান কাটা হয়ে থাকতে পারে। তাঁকে বিতর্কিত করার জন্যই আবদুল হকের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে কয়েকজন জামা খুলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মিঠামইন থানায় গেলে লিখিত অভিযোগ দিতে বলা হয়। কিন্তু জমির মালিকদের তালিকা দেওয়ার পরও জাহাঙ্গীরের প্রভাবে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ বিষয়ে মিঠামইন থানার ওসি শফিউল আলম দাবি করেন, জমির ধান কাটার তিন-চার দিন আগে কয়েকজন তাঁর কাছে অনানুষ্ঠানিকভাবে জানান, তারা ধান কাটার ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করছেন। তখন তিনি তাদের জমির কাগজপত্রসহ অভিযোগ দিতে বলেন। কাগজপত্র দেখে অন্যদের সঙ্গে কথা বলে ধান কাটার ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তারা যোগাযোগ করেননি, কোনো লিখিত অভিযোগও দেননি।


 

সম্পর্কিত নিবন্ধ