দক্ষিণী সিনেমার নতুন আলোচিত নাম শ্রীলীলা। রূপ-লাবণ্য আর প্রাণবন্ত অভিব্যক্তিতে ইতোমধ্যে সিনেপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শক এখন মজে আছেন এই তেলেগু সুন্দরীর উপস্থিতিতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন শ্রীলীলা।
২৫ বছর বয়সী শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। বেড়ে ওঠেন ভারতের বেঙ্গালুরুতে। তাঁর মা একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশায় যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো এক অজানা কারণে তিনি অভিনেত্রী হয়েছেন। ২০১৭ সালে তেলেগু সিনেমা চিত্রাঙ্গদা-তে শিশুশিল্পী হিসেবে অভিষেক হলেও ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’ দিয়ে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিষেক সিনেমাতেই জাতীয় পুরস্কার জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী।
শ্রীলীলার অভিনয় জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০২১ সালে ‘পেল্লি সান্ধাডি’ সিনেমাটি। এটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তিনি রবি তেজার বিপরীতে ‘ধামাকা’ সিনেমায় অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সবচেয়ে আলোচনায় আসেন ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’-এর মাধ্যমে। এই গানের ঝড়ে এক লহমায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তাঁর লাস্যময়ী রূপ, শিহরণ জাগানো অভিব্যক্তি এবং আকর্ষণীয় পারফরম্যান্স তাঁকে রাতারাতি প্যান-ইন্ডিয়ান তারকায় পরিণত করে। ধামাকা এবং পুষ্পা-২-এর পর শ্রীলীলা একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হন।
এছাড়াও, তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে গুন্টুর কারমা ছবিতে অভিনয় করেন, যা তাঁর ক্যারিয়ারকে নতুন গতি দেয়। বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিত্তি’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। অন্যদিকে এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আশিকি ৩’ সিনেমায়; যেখানে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। অনুরাগ বসু পরিচালিত এই রোমান্টিক সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে কার্তিককে গিটার হাতে দেখা যায়। ‘আশিকি ৩’ সিনেমাটি চলতি বছরেই মুক্তির কথা রয়েছে।
মডেলিং আর অভিনয়ে ব্যস্ত থাকলেও শ্রীলীলা সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসেন সবসময়। ২০২২ সালে তিনি দুটি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন, যা তাঁর মানবিক দিককে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। শ্রীলীলা ছোটবেলা থেকেই ভরতনাট্যম নৃত্যে পারদর্শী ছিলেন, যার সুফল তিনি সিনেমায় অভিনয়ের সময় পাচ্ছেন। শুধু অভিনয়ে নয়, ফ্যাশন সচেতনতার দিক থেকেও বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা থাকলেও ওয়েস্টার্ন পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ। স্টাইলিশ ব্লাউজ, আকর্ষণীয় অলংকার ও ন্যাচারাল মেকআপে তাঁকে আরও মোহনীয় করে তোলে।
তেলেগু, কন্নড়, কিংবা বলিউড–যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন, শ্রীলীলা তাঁর মেধা, পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করতে সচেষ্ট। তিনি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে আগ্রহী, যা তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। সিনেমার এই নতুন প্রিয়দর্শিনী যে আরও অনেক বছর দর্শক-হৃদয়ে রাজত্ব করবেন, তা বলার অপেক্ষা রাখে না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটনি আরাকাওয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফের বাড়ি থেকে হ্যাকম্যান-বেটনির মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। যথাক্রমে তাদের বয়স হয়েছিল ৯৫ ও ৬৩ বছর। দ্য নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
সান্তা ফে কান্ট্রি শেরিফের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, হ্যাকম্যান-বেটনির কুকুরও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অপরাধের কোনো আলামত পাওয়া যায়নি।
১৯৩০ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন হ্যাকম্যান। নানা শহর ঘুরে তাদের পরিবার ইলিনয়ের ড্যানভিলে স্থায়ী হয়। ছোটবেলায়ই হ্যাকম্যান অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৫৬ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা প্লেহাউসে যোগ দেন, সেখানেই তার সঙ্গে দেখা হয় ডাস্টিন হফম্যানের। ক্যারিয়ারের শুরুর দিকে মঞ্চ আর টিভিতে প্রচুর কাজ করেন হ্যাকম্যান। যদিও তখন তারকা হয়ে ওঠেননি।
আরো পড়ুন:
বিরল প্রজাতির সাপ-ব্যাঙের নাম কেন ‘লিওনার্দো ডিক্যাপ্রিও’?
বাফটায় বাজিমাত করলেন কারা?
‘লিলিথ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘরে হ্যাকম্যানের। ১৯৬৭ সালে আর্থার পেনের ‘বনি অ্যান ক্লাইড’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পান। ১৯৭০ সালে ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান। এরপরই আসে সেই বিখ্যাত সিনেমা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি লাভ করেন। উইলিয়াম ফ্রিডকিনের সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পান হ্যাকম্যান।
দু্বার অস্কারজয়ী হ্যাকম্যানকে গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয়। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন তিনি।
ঢাকা/শান্ত