রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

তিনি বলন, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সম্প্রতি জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশেই আছি। 

বেগম খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম নির্যাতনের স্বীকার হয়েছেন,সোয়া লক্ষ মামলায় জড়িয়ে ন্যায় বিচারের জন্য এখনো আদালতের বারান্দায় দোড়াচ্ছন, আপনাদের গণতন্ত্রের জন্য এই ত্যাগ শুধু দল নয় এই জাতি চিরকাল স্মরণ রাখবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র জন য

এছাড়াও পড়ুন:

গণতান্ত্রিক শক্তিগুলোর বিভাজন স্বৈরাচারের পুনরুত্থান ঘটাবে

অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৩১ বিশিষ্ট নাগরিক। গণতান্ত্রিক শক্তিগুলোর এ বিভাজন স্বৈরাচারের পুনরুত্থান ঘটাবে বলে সতর্ক করেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে নাগরিকেরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে অন্তর্বর্তী সরকার, গণতন্ত্রকামী রাজনৈতিক দলসমূহ এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক অপতথ্য এবং ভুয়া তথ্য সমাজ ও রাজনৈতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যা গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে বিভাজনের বীজ রোপণ করতে পারে। এ ধরনের বিভাজন কেবল গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকেই হুমকিতে ফেলবে না, বরং পতিত স্বৈরাচারের রাজনীতির পুনরুত্থানও ঘটাতে সহায়তা করবে।

এ পরিস্থিতি এড়াতে অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে। এর মধ্যে রয়েছে, জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময়সূচির ঘোষণা; নির্বাচনী ব্যবস্থার জন্য ও গণতন্ত্র সুসংহতকরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারবিষয়ক ঐকমত্য ও বাস্তবায়ন; গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সর্বসম্মত সংস্কার কর্মসূচি প্রণয়ন, যা নির্বাচনের পর বাস্তবায়ন করা হবে, যেন পতিত স্বৈরশাসকের ব্যবহৃত জাতীয় নিরাপত্তা সংস্থাসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের সেবায় পুনর্গঠিত করা যায়; কোনোভাবেই পতিত স্বৈরশাসকের শক্তির সঙ্গে আপস করবে না মর্মে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি এবং পতিত স্বৈরশাসক এবং তার সহযোগী ও সংগঠনগুলোর, বিশেষত আওয়ামী লীগের বিচার।

বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, গবেষক মো. খান সোবায়েল বিন রফিক, অর্থনীতিবিদ ও লেখক জ্যোতি রহমান, স্থপতি মার্জিয়া মিথিলা।

সম্পর্কিত নিবন্ধ

  • ভয়াবহ ভূমিকম্পের পরও মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা
  • ভূমিকম্পের পরও যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার
  • গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কার নয়: রুহুল কবির রিজভী
  • নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান
  • ওজোপাডিকোতে একাধিক পদে চাকরি, গাড়িসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার
  • রাষ্ট্র মেরামত জলে গেলে জনতা ছাড়বে না
  • রোজার কাজা কখন আদায় করবেন
  • রুরাল পাওয়ার কোম্পানিতে চাকরি, মূল বেতন সর্বোচ্চ ৫২ হাজার
  • ইশরাককে মেয়র ঘোষণা, যা বলছে ইসি
  • গণতান্ত্রিক শক্তিগুলোর বিভাজন স্বৈরাচারের পুনরুত্থান ঘটাবে