সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ইসরায়েল-হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে শেষ দফায় চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। গভীররাতে হওয়া এই হস্তান্তরের বদলে কয়েকশত ফিলিস্তিনির মুক্তি আশা করছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, চার জিম্মির দেহাবশেষ বহনকারী কফিন তারা বুঝে পেয়েছে।

প্রাথমিকভাবে, টিসাচি ইদান, ইতঝাক এলগারাত, ওহাদ ইয়াহালোমি, শ্লোমো মানতজুর নামে ওই চার মৃত জিম্মিকে শনাক্ত করেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তারা নিজ বাড়ি থেকে অপহৃত হয়েছিলেন।

এই বিনিময়ের মধ্যস্থতা করেছে মিশর। চার জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। এর মধ্য দিয়ে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে চূড়ান্ত বিনিময় সম্পন্ন হতে যাচ্ছে।

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ভঙ্গুর এই চুক্তির প্রথম পর্যায় চলতি সপ্তাহেই শেষ হওয়ার কথা। তবে এখনও দ্বিতীয় ধাপ নিয়ে অগ্রসর হওয়ার বিষয়ে কোনও প্রস্তাব পায়নি বলে জানিয়েছে হামাস।

এর আগে, গত শনিবার হামাস এক মঞ্চায়িত অনুষ্ঠানের মাধ্যমে ছয় ইসরায়েলিকে মুক্তি দেয়, কিন্তু ইসরায়েল তখন বন্দি মুক্তি দিতে অস্বীকৃতি জানায়।

প্রথম থেকেই জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তরের আগে জনসম্মুখে তাদের নিয়ে আসছে হামাস। কিছুদিন আগে মরদেহ হস্তান্তর করার সময়ও কফিনগুলো জনসম্মুখে প্রদর্শন করে। জাতিসংঘসহ বিভিন্ন পক্ষ ওই ঘটনার কড়া সমালোচনা করেছিল।

চূড়ান্ত বিনিময়ের সময় আর কোনও রকম জনসম্মুখে হস্তান্তর বা আয়োজনের চেষ্টা করেনি হামাস।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সীমান্তে যথাযথ কর্তৃপক্ষ মরদেহগুলো শনাক্তের চেষ্টা করছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই কফিনগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চার জিম্মির মরদেহের ওপর ময়নাতদন্তের প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, প্রায় ৩০ জন বন্দি গাজায় নিহত হয়েছেন, যাদের কেউ হামাসের হাতে নিহত হয়েছেন, আবার কেউ ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: জ ম ম র মরদ হ ইসর য় ল প রথম

এছাড়াও পড়ুন:

কয়েক লাখ মুসল্লির সমাগমে জনসমুদ্র শোলাকিয়া, শান্তি কামনা করে মোনাজাত

ময়মনসিংহের গফরগাঁও থেকে এসেছিলেন আবদুল মতিন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে স্বস্তিতে নামাজ আদায় শেষে আল্লাহর শুকরিয়া আদায় করেন। দীর্ঘ ১৫ বছর পর আবারও শোলাকিয়ায় নামাজ আদায় করে মাহবুবুর রহমান বাড়ি ফেরার সময় বলেন, ‘এর আগে কখনো এত মুসল্লি শোলাকিয়ায় দেখিনি। বড় মাঠে দোয়া কবুল হয়, সেই বিশ্বাসেই ১০ বছর বয়স থেকে এলাকার লোকদের সঙ্গে শোলাকিয়ায় নামাজ পড়তে আসতাম। মাঝখানে নানা কারণে আসা হয়নি। তবে এবার নামাজ পরে অনেক শান্তি পেয়েছি। আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখেন তত দিনই আসব।’

৮৫ বছর বয়সী মো. সুরুজ আলী। তিনি জানালেন, তিনি পাকিস্তান আমল থেকে শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে আসেন। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। প্রতিবারের মতো এবারও এক দিন আগে তিনি শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে চলে এসেছেন। সুরুজ আলী জানান, বড় মাঠে বেশি সওয়াব ও আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি প্রায় ৬৫ বছর ধরে শোলাকিয়া ঈদগাহে আসছেন।

শুধু সুরুজ আলী নন, দেশের নানা প্রান্ত থেকে কয়েক শ লোক শোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে দু–এক দিন আগেই চলে আসেন। ঐতিহাসিক এ ঈদগাহে নামাজ পড়বেন বলে চট্টগ্রামের বাঁশখালী থেকে মফিজুর রহমান নামের একজন গত শনিবার সকালেই কিশোরগঞ্জে চলে আসেন। তিনি পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক প্রবাসী। ২০-২৫ বছর থেকে তাঁর ইচ্ছা ছিল শোলাকিয়ার ঈদগাহে নামাজ পড়বেন। কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকায় সময়–সুযোগ হয়ে ওঠে না। তাই এবার মোজাম্বিক থেকে নিয়ত করেই দেশের বাড়িতে আসেন এবং সেখান থেকে শোলাকিয়ায় চলে আসেন। নামাজ শেষে তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়কে বিভিন্ন জেলা থেকে দুয়েকদিন আগেই কিশোরগঞ্জ সদরে চলে আসেন অনেকে। তাঁরা রাত্রী যাপন করেন রোববার রাতে কিশোরগঞ্জের শোলাকিয়া বাগে জান্নাত গোরস্তান মসজিদে

সম্পর্কিত নিবন্ধ

  • কয়েক লাখ মুসল্লির সমাগমে জনসমুদ্র শোলাকিয়া, শান্তি কামনা করে মোনাজাত
  • শোলাকিয়ায় মুসল্লিদের জনসমুদ্র