চাকরিতে পুনর্বহালসহ তিন দাবিতে বিজিবির সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাবেক বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জিগাতলায় বিজিবির সদর দপ্তরের ৪ নম্বর ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 

২০১২ থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের তিন দাবি হলো:

১.

চাকরিচ্যুতির সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. যদি কোনো বিজিবি সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

৩. যে আইনি কাঠামো ও বিচারব্যবস্থায় শত শত বিজিবি সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচারব্যবস্থা সংস্কার করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক সাবেক বিজিবি সদস্য রাইজিংবিডিকে বলেছেন, “আমরা বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি। আমাদের তিন দফা দাবি পূরণ করা না হলে আন্দোলন চালিয়ে যাবো। আমার দীর্ঘ দুই ঘণ্টা এখানে অবস্থান করলেও বর্তমান বিজিবির মহাপরিচালক আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। আমরা চাই, তিনি এখানে এসে আমাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।”

ঢাকা/রায়হান/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ কর চ য ত সদস য

এছাড়াও পড়ুন:

‘ছাবা’ সিনেমা চলার সময় প্রেক্ষাগৃহে আগুন

সিনেমা চলতে চলতে হলের পর্দায় আগুন লাগার ঘটনার সাক্ষী হল দর্শক। বুধবার বিকেলে ভারতের নয়া দিল্লির একটি শপিংমলের প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বিকেল ৪টা ১৫ মিনিটে ‘ছাবা’ সিনেমা প্রদর্শনের সময় পিভিআর সিনেমার পর্দার এক কোণে আগুন ধরে। ফলে হলের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহে পর্দার এক কোণায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো পর্দাজুড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেক্ষাগৃহে।

হলের ভেতর থাকা দর্শকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। সেই আওয়াজে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত বাহিরের দরজা দিয়ে বের হতে চান। ভিড়ের জন্য আর ঠেলাঠেলির কারণে বেড়ে যায় আতঙ্ক। এরপর সিনেমা হল দ্রুত খালি করে দেওয়া হয়।

দিল্লির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে বিকেল ৫টা বেজে ৪২ মিনিটে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে বেশ কিছু দমকল ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে এএনআই সূত্রের খবর। এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। সূত্র: হিন্দুস্থান টাইমস ও এই সময়।

সম্পর্কিত নিবন্ধ