পাকিস্তানের একাদশে তিন বদলের আভাস, কেমন হবে বাংলাদেশের একাদশে
Published: 27th, February 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাংলাদেশেরও চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ালে একাদশে তিন পরিবর্তন এনে শুরু করতে পারে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যমের মতে, বাদ পড়তে পারেন ওপেনার ও সাবেক অধিনায়ক বাবর আজম। একাদশের বাইরে থাকতে পারেন তার ওপেনিং সঙ্গী ইমাম উল হকও।
পাকিস্তানের পেস আক্রমণের ভরসা ছিলেন শাহিন শাহ আফ্রিদি। মিডল অর্ডারে হুমকি হওয়ার কথা ছিল হারিস রউফের। কিন্তু তারা দু’জনই বল হাতে সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। এই দু’জনের একজন একাদশের বাইরে চলে যেতে পারেন। হারিস রউফের জায়গায় একাদশে ঢুকতে পারেন মোহাম্মদ হাসনাইন।
বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে খেলবে নাকি পরিবর্তন আনবে তা বোঝা দুষ্কর। তবে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের একজনকে বিশ্রাম দিয়ে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে ফেরানো হতে পারে একাদশে।
কিউইদের বিপক্ষে সৌম্যকে বসিয়ে মাহমুদউল্লাহকে খেলানো হয়েছিল। রাওয়ালপিন্ডির ব্যাটিং বান্ধব উইকেটে টপ অর্ডার ব্যাটার বসিয়ে মিডল অর্ডার ব্যাটার খেলানোর পক্ষে শক্ত যুক্তি দাঁড় করানো কঠিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ হাসান, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: উসমান খান, কামরান ঘুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তায়িব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।