মানুষ ‘রসিকতা’ করলেও এই দল নিয়েই আশা দেখছেন বাটলার
Published: 27th, February 2025 GMT
সিনিয়র ফুটবলারদের রেখে একেবারে তারুণ্যনির্ভর দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এদিকে নারী ফুটবলে বয়ে যাওয়া ঝড়ও পুরোপুরি থামেনি। এর মধ্যে গতকাল আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।
হার নিয়ে কে কী বলল, এসবে যেন একদমই কান দিতে চাইছেন না বাটলার। বরং এই দল নিয়েই আশা দেখছেন তিনি। ম্যাচের পর হারের ব্যাখ্যার পাশাপাশি এই ইংলিশ কোচ মানুষের সমালোচনার জবাবটা দিয়েছেন এভাবে, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’
গত ৩০ জানুয়ারি সিনিয়র ১৮ ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর নতুনদের নিয়ে অনুশীলন চালিয়ে যান বাটলার। যদিও ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানান, মেয়েরা অনুশীলনে ফিরতে রাজি। তবে লম্বা সময় অনুশীলনের বাইরে থাকায় বিদ্রোহীদের ছাড়াই ২০ ফেব্রুয়ারি আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে, যেখানে বেশির ভাগই নবাগত ফুটবলার।
প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩–১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অতিরিক্ত ডিআইজিসহ ৫৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।
উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত এসব কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ছাড়াও উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।