গোপন যোগাযোগব্যবস্থায় যৌনতা নিয়ে আলাপ, চাকরি হারাচ্ছেন শতাধিক মার্কিন গোয়েন্দা
Published: 27th, February 2025 GMT
গোপন যোগাযোগব্যবস্থায় যৌনতা নিয়ে আলাপ, চাকরি হারাচ্ছেন শতাধিক মার্কিন গোয়েন্দা
সেকশন: বিশ্ব:
ট্যাগ: ,
সোশ্যাল ও একসার্প্ট:
মেটা:
ছবি: https://www.prothomalo.com/world/usa/s241x811k4
সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগাযোগযন্ত্র ব্যবহার করেন সেখানেই চলেছে অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ। ‘বিশ্বাসের এই গুরুতর লঙ্ঘনের’ কারণে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
গত মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসনযন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তাঁদের এই কাণ্ড পেশাদারত্বের মান এবং মৌলিক নীতির বিপক্ষে গেছে।
তুলসী আরও বলেন, ‘আমি আজ তাদের সবাইকে চাকরিচ্যুত করার একটি নির্দেশ পাঠিয়েছি। তাদের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করা হবে।’
রক্ষণশীল অ্যাকটিভিস্ট ক্রিস রুফো গত মঙ্গলবার প্রথম এ নিয়ে খবর প্রকাশ করেন। রুফো সিটি জার্নালে লেখেন।
একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছিলেন, ‘তুলসী গ্যাবার্ড সব গোয়েন্দা সংস্থায় একটি নির্দেশনা পাঠিয়েছেন। ওই নির্দেশনায় যে কর্মীরা অশ্লীল, পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপ করেছেন তাদের শুক্রবারের মধ্যে খুঁজে বের করতে বলেছেন।’
আরও পড়ুনতুলসী গ্যাবার্ড হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান, ট্রাম্পের আরেক বিজয়১৩ ফেব্রুয়ারি ২০২৫প্রশাসন অবাঞ্ছিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া অব্যাহত রাখবে বলেও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তুলসী।
জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থায় বৈচিত্র্যপূর্ণ যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলোর নেতৃত্বে যাঁরা ছিলেন গত কয়েক সপ্তাহে তাঁদের বরখাস্ত করার পদক্ষেপও নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার কতজন কর্মী তাঁদের চাকরি হারাতে যাওয়ার খবর পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
একটি ফেডারেল আদালত এই নির্দেশনার আইনি বৈধতা পর্যালোচনা করে দেখছেন। এ কারণে চাকরিচ্যুতির নির্দেশের বাস্তবায়ন আটকে আছে।
আরও পড়ুন৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর২১ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৩৯৯ জন পরীক্ষার্থী অংশ নিলেও ২৩ জন অনুপস্থিত ছিলেন।
এদিকে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার পক্ষে এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার ভর্তি কমিটি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের অনুষ্ঠিত হয়। আগামী ২ মে ‘বি’ ইউনিট, ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।