গোপন যোগাযোগব্যবস্থায় যৌনতা নিয়ে আলাপ, চাকরি হারাচ্ছেন শতাধিক মার্কিন গোয়েন্দা
Published: 27th, February 2025 GMT
গোপন যোগাযোগব্যবস্থায় যৌনতা নিয়ে আলাপ, চাকরি হারাচ্ছেন শতাধিক মার্কিন গোয়েন্দা
সেকশন: বিশ্ব:
ট্যাগ: ,
সোশ্যাল ও একসার্প্ট:
মেটা:
ছবি: https://www.prothomalo.com/world/usa/s241x811k4
সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগাযোগযন্ত্র ব্যবহার করেন সেখানেই চলেছে অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ। ‘বিশ্বাসের এই গুরুতর লঙ্ঘনের’ কারণে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
গত মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসনযন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তাঁদের এই কাণ্ড পেশাদারত্বের মান এবং মৌলিক নীতির বিপক্ষে গেছে।
তুলসী আরও বলেন, ‘আমি আজ তাদের সবাইকে চাকরিচ্যুত করার একটি নির্দেশ পাঠিয়েছি। তাদের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করা হবে।’
রক্ষণশীল অ্যাকটিভিস্ট ক্রিস রুফো গত মঙ্গলবার প্রথম এ নিয়ে খবর প্রকাশ করেন। রুফো সিটি জার্নালে লেখেন।
একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছিলেন, ‘তুলসী গ্যাবার্ড সব গোয়েন্দা সংস্থায় একটি নির্দেশনা পাঠিয়েছেন। ওই নির্দেশনায় যে কর্মীরা অশ্লীল, পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপ করেছেন তাদের শুক্রবারের মধ্যে খুঁজে বের করতে বলেছেন।’
আরও পড়ুনতুলসী গ্যাবার্ড হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান, ট্রাম্পের আরেক বিজয়১৩ ফেব্রুয়ারি ২০২৫প্রশাসন অবাঞ্ছিত ব্যক্তিদের সরিয়ে দেওয়া অব্যাহত রাখবে বলেও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তুলসী।
জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থায় বৈচিত্র্যপূর্ণ যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলোর নেতৃত্বে যাঁরা ছিলেন গত কয়েক সপ্তাহে তাঁদের বরখাস্ত করার পদক্ষেপও নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার কতজন কর্মী তাঁদের চাকরি হারাতে যাওয়ার খবর পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
একটি ফেডারেল আদালত এই নির্দেশনার আইনি বৈধতা পর্যালোচনা করে দেখছেন। এ কারণে চাকরিচ্যুতির নির্দেশের বাস্তবায়ন আটকে আছে।
আরও পড়ুন৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর২১ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৮৩ হাজার টাকা
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে গ্রিন স্কিলস ডেভেলপমেন্ট ইন রিফিউজি ক্যাম্পস প্রকল্পে এমআইএস অ্যান্ড এমঅ্যান্ডই অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এমআইএস অ্যান্ড এমঅ্যান্ডই অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: সমাজবিজ্ঞান/পরিসংখ্যান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমআইএস বা মিল-এ ডিপ্লোমা এবং রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসে ডিপ্লোমা বা পিজিডি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভে মেথডোলজি, লজিক মডেলস, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, ডেটাবেজ ম্যানেজমেন্টে জানাশোনা থাকতে হবে। ফুড সিকিউরিটি ও লাইভলিহুড সেক্টর সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। এসপিএসএস, পাওয়ার বিআই, কোবো, মোডা, এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের কাজ জানতে হবে। রোহিঙ্গা রেসপন্স ক্রাইসিস সম্পর্কে জানাশোনা থাকতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: উখিয়া ফিল্ড অফিস, কক্সবাজার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক বেতন ৮৩ হাজার ৭৮ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫।
আরও পড়ুনস্যাটেলাইট কোম্পানিতে একাধিক পদে চাকরি, সর্বোচ্চ বেতন ২ লাখ২৬ ফেব্রুয়ারি ২০২৫