Risingbd:
2025-02-27@09:08:57 GMT

অনন্যা রুমার দুই তথ্যচিত্র

Published: 27th, February 2025 GMT

অনন্যা রুমার দুই তথ্যচিত্র

প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে নির্মিত হয়েছে দুটি ডকুফিল্ম। অনন্যা রুমা নির্মিত তথ্যচিত্র দুটোর নাম হলো— ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা’।

নভেরা আহমেদকে নিয়ে ‘নভেরা’ তথ্যচিত্র প্যারিসে নির্মিত হয়েছে। নভেরা আহমেদ এবং তার স্বামী গ্রেগয়ার দ্য ব্রুনসের সাক্ষাৎকার, নভেরা আহমেদের জীবনের শেষ সময়ের দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এটি।

চ্যানেল আইয়ের সঙ্গে দুই যুগ ধরে কাজ করছেন অনন্যা রুমা। ক্যারিয়ারের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজটি সম্পন্ন করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনী হবে এটি। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ, আলোচিত্র শিল্পী নাসির আলী মামুন, খ ম হারুণ, অভিনেতা কেরামত মওলা, ভাস্কর হামিদুজ্জামান খান, চিত্রশিল্পী আইভি জামান, শহীদ কবির। আগত অতিথিরা ফিল্মের নানা দিক নিয়ে কথা বলবেন।

আরো পড়ুন:

সুচিত্রা সেনের অজানা কথা নিয়ে ‘সূর্যতপা সুচিত্রা’

বরেণ্য অভিনেতা মুরালি গ্রেপ্তার

শিল্পী মনিরুল ইসলাম বাংলাদেশের জামালপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়। চিত্রশিল্পী মনিরুল ইসলাম ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষে চারুকলায় শিক্ষকতা শুরু করেন ১৯৬৬ সালে। ১৯৬৯ সালে স্পেন সরকারের বৃত্তি নিয়ে সেদেশে পাড়ি জমান উচ্চ শিক্ষার জন্য। এরপর থেকে স্পেনেই স্থায়ী হন। স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বহু একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া স্পেন ও মিশরের বেশ কয়েকটি আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৭ সালে স্পেনের রাষ্ট্রীয় পদক পান মনিরুল ইসলাম। ২০১০ সালে তিনি ভূষিত হন স্পেনের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলা’য়। আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি তিনি ১৯৯৯ সালে একুশে পদক, শিল্পকলা একাডেমি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা অর্জন করেন।

অন্যদিকে, নভেরা আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। শহীদ মিনারের নকশাকার তিনি। ১৯৩৯ সালের ২৯ মার্চ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন নভেরা। বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর তিনি। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন।

১৯৪৭ সালে কলকাতা থেকে কুমিল্লায় চলে আসেন নভেরা। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাদের পরিবার আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। পরবর্তীতে আইন শিক্ষার জন্য তাকে লন্ডনে পাঠানো হয় ১৯৫০ সালে। ১৯৫১ সালে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। সেখানে পাঁচ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পর ১৯৫৫ সালে ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ভ স কর গ রহণ আহম দ

এছাড়াও পড়ুন:

দুই গোলে এগিয়ে থেকেও বার্সার ড্র

বার্সালোনার বিপক্ষে মাদ্রিদের যে কোন দলের লড়াই মানেই মহারণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) কোপা দেল রে’র ম্যাচে আরও একবার সেই ধরনের উত্তাপ ছড়াল স্পেনের এই দুই শহরের লড়াই। যেখানে রোলার কোস্টারের মতো এক বার এই দল উপরে তো আরেক বার নিচে। মাঠের দর্শকরা নড়েচড়ে বসার আগেই বার্সালোনার জালে দুইবার বল জড়িয়ে দেয় অ্যাটলেতিকো মাদ্রিদ। খাদের কিনারা থেকে লড়াই করে কাতালান জায়ান্টরা কেবল সমতাতে ফিরেনি, এগিয়ে গেল দুই গোলের ব্যবধানে!

এরপর ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে থাকা বার্সাকে স্তব্ধ করে দিয়ে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেতিকো। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের রোমাঞ্চের পর অবশ্য দুই ধরনের অনুভূতি দুই কোচের।

বার্সালোনার অলেম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই সদরকারীদের এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি সুপারস্টার আঁতোয়া গ্রিজমান।

আরো পড়ুন:

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

এমন পরিস্থিতি থেকেও ম্যাচের লাগাম বার্সেলোনা নিজেদের হাতে নিয়ে নেয়। দুই গোল হজম করার ১৩ মিনিটের মাথায় পেদ্রি গোল করে ব্যবধান কমান। ২১ মিনিটে পাও কুবারসি গোল সমাত ফিরে বার্সা। এমনকি বিরতির আগেই এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। ম্যাচের ৪১তম মিনিটে কর্নার থেকে ইনিয়াগো মার্তিনেজের হেড লিড এনে দেয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ম্যাচের ৭৪ মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত একক নৈপুন্যে অ্যাটলেতিকোর কয়েকজনকে ফাঁকি দিয়ে বল পাঠান  রবার্ট লেভানডফস্কির কাছে। ট্যাপ-ইন করতে ভূল করেননি এই পোলিশ স্ট্রাইকার। তাতে ব্যবধান ৪-২ করে ফেলে বার্সা।

এরপরের গল্পটা অ্যাটলেতিকোর। ম্যাচের ৮৪তম মিনিটে মার্কোস ইয়োরেন্তে গোল করে ব্যবধান কমান। তবে তখনও এক গোলে পিছিয়ে আছে দিয়াগো সিমিওনের দল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলেকজান্ডার সোরলোথে এক দুর্দান্ত কাউন্টার-অ্যাটাকে গোল করে সফরকারীদের সমতায় ফেরায়। 

এমন এক দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচ ড্র করার পেছনে দলের খেলোয়াড়দের মূল ভূমিকা দেখছেন অ্যাটলেতিকো বস সিমিওনে, “দলগত একাত্মতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। গ্লাডিয়েটরদের মতো মানসিকতা আমাদের খেলোয়াড়দের। অবিশ্বাস্য! বার্সেলোনা দলটা সাধারণ, তবে আমরাও কম নই।”

অন্যদিকে নিশ্চিত জেতা ম্যাচ হেরে বার্সার জার্মান কোচ হান্সি ফ্লিক স্বভাবিকভাবেই খুশি না, “ আমি হতাশ, কারণ শুরুতে ২ গোল হজমের পরও আমরা কী দারুণ প্রত্যাবর্তন করেছিলাম। একটা সময় ৪-২ গোলে এগিয়ে গিয়েছিলাম। আমরা এত সুযোগ তৈরি করার পরও সবকিছুই বৃথা। শেষ কয়েক মিনিটে আমরাই ওদের (অ্যাটলেতিকো) ফেরার সুযোগ করে দিয়েছি।”

১৬ মার্চ দিবাগত রাতে অ্যাটলেতিকোর মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • স্রোতের বিপরীতে
  • বিএনপির বর্ধিত সভায় যুক্ত হলেন খালেদা জিয়া 
  • বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া 
  • ওসমানী বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়ায় বেবিচক চেয়ারম্যান
  • সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতি হয়েছে: সেনাপ্রধান
  • রোজায় পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০
  • স্বামীকে নির্যাতন, ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • দুই গোলে এগিয়ে থেকেও বার্সার ড্র