আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে। রীতি অনুযায়ী এই ম্যাচ ঘিরে নানান উত্তাপ ছড়ানোর কথা ছিল। তবে আসর থেকে এই দুই দলেরই বিদায় ঘন্টা বেজে গিয়েছে সবার আগে। তাই তো এই ম্যাচে যেই জিতুক সেমি ফাইনালে উঠতে পারবে না কেউই। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটা তাই কেবলই নিয়ম রক্ষার।

আসরে খেলে ফেলা প্রথম দুই ম্যাচে বাংলাদেশ আবারও প্রামণ পেয়েছে যে, তাদের ব্যাটিং আধুনিক ক্রিকেটের মান থেকে বহু দূরে। ভারতের বিপক্ষে ১৫৯টি ডট খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং স্বররগে ১৮১টি ডট খেলেছে টাইগাররা। ফিল্ডিংয়ে টাইগাররা ওয়ানডে স্ট্যাটাস পাওয়া সব দলের চেয়ে পিছিয়ে!

এদিকে বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতিটা এমন যে কারও ঘাড়ে দোষ চাপিয়ে মূল সমস্যার দিকে যেতে না পারলেই বাঁচে বোর্ড, টিম ম্যানেজম্যান্ট, গণমাধ্যম এবং দর্শক। এবার সেই দোষটা গিয়ে পড়েছে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের উপর।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

মুলতানে পাকিস্তানের বড় লিডের দিনে ফিরে এল বাংলাদেশ 

শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে তাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ভবিষ্যতের কথা (২০২৭ বিশ্বকাপ) মাথায় রেখে এখনই দল থেকে ছাটাইএয় দাবি উঠেছে গণমাধ্যম এবং দর্শকদের দিক থেকে। এমনকি পাকিস্তানের বিপক্ষে একাদশের বাইরে রাখার জোর দাবি করেছে অনেকে। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীনের জানালেন, “যেহেতু টুর্নামেন্ট খেলতে এসেছি, কাউকে সুযোগ দেওয়ার মতো আসলে অবস্থা নেই। এখানে সেরা ১১ জন নিয়েই মাঠে নামা উচিত।”

সালাউদ্দিনের কথায় স্পষ্ট যে পাকিস্তানের বিপক্ষে মুশফিক এবং রিয়াদ একাদশে থাকবেন। গুঞ্জন আছে যে এটাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ ম্যাচ হতে পারে। তবে সালাউদ্দীন জানালেন এই দুই ক্রিকেটার এখনও খোলাসা করে কিছুই জানাননি, “গুঞ্জন আপনারা যেহেতু শুনেছেন, আপনারাই ফলটা দিয়ে দিয়েন। আমরা তো কোনো কিছু শুনিনি।”

অন্যদিকে কাছাকাছি অবস্থা বিরাজ করছে প্রতিপক্ষ শিবির পাকিস্তানেও। তাদেরও ব্যাটিং দেখলেও মনে হয়, সেই নব্বই দশকেই পড়ে আছে। ফিল্ডিংয়েরও সেই একই অবস্থা, হাতে এসে পড়া বল তালুবন্ধি করতে ব্যর্থ। মাঝের দিকে কিংবা শেষের দিকে বোলাররা এলোমেলো হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আসরের সবচেয়ে বাজে দুই দলেরই লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এই ম্যাচের আগে এই দুদল মুখোমুখি হয়েছিল ৩৯ বার। সেখানে পাকস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশর জয় ৫টিতে। তবে আজকের ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলই এগিয়ে। আইসিসির বৈশ্বিক আসরগুলোতে বহুদিন ধরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ যে টাইগারদের জন্য নিয়ম রাক্ষারই হয়ে আসছে। সেই তুলনায় পাকিস্তান খানিকটা পিছিয়েই থাকবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ম য চ এই দ ই

এছাড়াও পড়ুন:

প্রেমিকাকে ধর্ষণ ও  হত্যার দায়ে মৃত্যুদণ্ড 

সাড়ে পাঁচ বছর আগে প্রেমিকা আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিক মারুফ হাসান বাধনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার আগে বাধনকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 
 
২০১৯ সালের ২৩ আগস্ট বাধনকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। 

জানা গেছে, বাধনের সঙ্গে ভুক্তভোগী আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ১৮ আগস্ট তারা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন। কোনো আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন। এক পর্যায়ে  বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে তাকে নিয়ে যান বাধন। সেখানে আসমাকে ধর্ষণ করেন । আসমা চিৎকার করলে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে বাধন তাকে হত্যা করে। এরপর বাধন ফের পঞ্চগড়ে ফিরে যান। ট্রেনের বগি বুঝে নিতে গিয়ে ওই বছরের ১৯ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে লাশ দেখতে পায় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ। পরে ওই তরুণীর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে জন্ম সনদ দেখে তার বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা রাজু আহমেদ বাদী ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে বাধনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দেন। পরে এ মামলার তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। 

ঢাকা/মামুন/টিপু

সম্পর্কিত নিবন্ধ