লাহোরে গতকাল আফগানিস্তানের কাছে ৮ রানের হারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে ইংল্যান্ড। এ ম্যাচের পর কোনো দল ‘আর কখনো’ আফগানিস্তানকে হালকা চোখে দেখবে না বলে মনে করেন দলটির প্রধান কোচ জোনাথন ট্রট।

বাঁচামরার এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান তুলেছিল আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে এসেছে ১৪৬ বলে ১৭৭ রানের দারুণ এক ইনিংস। তাড়া করতে নেমে জো রুটের ১২০ রানের ইনিংসে ইংল্যান্ড জয়ের পথে থাকলেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড।

আরও পড়ুনবাংলাদেশ-পাকিস্তানকে নিয়ম রক্ষা করতে দেবে তো প্রকৃতি৪ ঘণ্টা আগে

আইসিসির বড় টুর্নামেন্টে বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক জয় পাচ্ছে আফগানিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারায় আফগানিস্তান। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তাদের কাছে হেরেছে ইংল্যান্ড ও পাকিস্তান।

ট্রট মনে করেন, এসব দলীয় সাফল্যে আফগানিস্তান নিয়ে প্রতিপক্ষ দলগুলোর ধারণা পাল্টে গেছে। আফগানিস্তানের এই ইংলিশ কোচ কাল জয়ের পর বলেছেন, ‘বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং (কাল রাতে) এখন যা ঘটল, খেলোয়াড়দের বলেছি; আফগানিস্তানকে আর কেউ কখনো হালকাভাবে নেবে না।’

আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

‘সেনাপ্রধান দক্ষ-স্ট্রেট ফরোয়ার্ড লোক, তিনি না বুঝে কোনো কথা বলেননি’

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন। তিনি অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড লোক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।

তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি।

রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নিজেরা হানাহানিতে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্‌গারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা।

তিনি সবাইকে সতর্ক করে হানাহানি পরিহার করে একসঙ্গে থাকার জন্য আহ্বান জানান।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ