‘ওর বউ চোর, ছেলে চোর, চৌদ্দগোষ্ঠী চোর’, দলের বিধায়ককে বললেন তৃণমূলের মহুয়া
Published: 27th, February 2025 GMT
দলের এক বিধায়ককে ‘চোর’ বললেন ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি বললেন, ওই বিধায়কের জন্য দল কালিমালিপ্ত হয়েছে। রাজ্য সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই বিধায়ক একাই চোর নয়, চোর তাঁর বউ, ছেলে, এমনকি ওর চৌদ্দগোষ্ঠী।
ঘটনার স্থল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর লোকসভা আসনের পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বার্নিয়া এলাকা। এই পলাশীপাড়ার বিধায়ক হলেন তৃণমূল নেতা ও এই রাজ্যের সাবেক প্রাথমিক শিক্ষা দপ্তরের সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি এই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিলে ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেপ্তার হন ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির হাতে। জেলে যান তিনি। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। সেই মানিক ভট্টাচার্যের বিধানসভা এলাকার বার্নিয়ায় গতকাল তৃণমূলের সভায় যোগ দেন এই এলাকার অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা আসনের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র।
সেই কর্মিসভায় যোগ দিয়ে মহুয়া মৈত্র একহাত নেন মানিক ভট্টাচার্যকে।
মহুয়া বলেন, তিনি আজ বাধ্য হচ্ছেন দলের নেতার বিরুদ্ধে বিষোদগার করতে। ওই একজনের জন্য দল কালিমালিপ্ত হয়েছিল। রাজ্য সরকার পড়ার উপক্রম হয়েছিল।
গতকাল মহুয়া মৈত্র বলেন, ‘আগে আমি এমন ভাষায় কারও বিরুদ্ধে কথা বলিনি। আজ বাধ্য হচ্ছি বলতে। যাঁর জন্য দল কালিমালিপ্ত হয়েছে, যার জন্য সরকার পড়ার উপক্রম হয়েছে, আজ অবধি মামলা চলছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে, আজ ভোটের আগে তারা এলাকায় ঢুকবে মিটিং করবে! আমাদের তাই মেনে নিতে হবে? আমরা কি মরে গেছি?’
মহুয়া বলেন, ‘ওরা ছিঁচকে চোর নয়, পকেটমার নয়—ওর বউ চোর, ছেলে চোর, চৌদ্দগোষ্ঠী চোর।’
মহুয়া মৈত্র ২০২৩ সালে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে লোকসভা থেকে ২০২৩ সালের ৮ ডিসেম্বর বহিষ্কৃত হন। আবার কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে থাকা ৬টি বিধানসভা আসনের তৃণমূল বিধায়করা এর আগে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তালাক দিতে চাওয়ায় স্বামীর চুরির টাকার কথা ফাঁস করলেন স্ত্রী
দিনাজপুর জেলার মানচিত্র