কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কের ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ, কর্মী ছাঁটাই
Published: 27th, February 2025 GMT
গাজীপুরের সারাবো ও কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কসহ সংশ্লিষ্ট ১৪টি প্রতিষ্ঠানের সব কার্যক্রম (ইয়ার্ন ইউনিট-১ ছাড়া) সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি থেকে ছাঁটাই করা হবে। ১৬ ডিসেম্বর ২০২৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেক্মিমকো জানিয়েছে, দীর্ঘদিন ধরে উৎপাদন স্থবিরতা ও কাজের অভাবের কারণে গাজীপুরের বেক্সিমকো লিমিটেডসহ অন্যান্য ১৩টি সহযোগী প্রতিষ্ঠানকে লে-অফ করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি সব শ্রমিককে ছাঁটাই ও কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, ছাঁটাইকৃত সব কর্মীকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য মজুরি, গ্র্যাচুইটি, বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। ৯ মার্চ ২০২৫ থেকে পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, আইনি বাধ্যবাধকতা ও নৈতিক দায়িত্ব অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় ১৫ ডিসেম্বর থেকে বেক্সিমকো শিল্প পার্কের ১৬টি কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করে বেক্সিমকো গ্রুপ কর্তৃপক্ষ। লে-অফ হওয়া কারখানার শ্রমিকেরা সময়-সময় কারখানা খোলার দাবিতে আন্দোলন করলেও কারখানা আর খোলেনি।
বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২৯ আগস্ট সালমান এফ রহমান, তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।
হাসিনা সরকারের পতনের পর বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ৩১ প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান আগেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। তহবিলসংকট ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় কারখানাগুলো বন্ধ করে দেয় বেক্সিমকো গ্রুপ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
করপোরেট ক্রিকেটে জয়ে শুরু ওয়ালটনের
‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।
আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ালটন।
ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।
আরো পড়ুন:
কার্ডিফের সুখস্মৃতি নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ
পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ
বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।
ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।
তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।
বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।
এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।
ঢাকা/আমিনুল