আফঈদা–আফরার ফুটবল–পাগল বাবার স্বপ্ন পূরণের গল্প
Published: 27th, February 2025 GMT
আর দশজন বাবার মতো নন তিনি। সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নের পেছনের ছোটেননি। ছুটেছেন তাঁর মতো করে মাঠের সঙ্গে যেন সখ্য গড়েন দুই কন্যা। তা দুই কন্যাই বাবার ইচ্ছা পূরণ করেছেন। বাবা হিসেবে নিজেকে তাই সার্থক ভাবতেই পারেন খন্দকার আরিফ হাসান।
সাতক্ষীরা শহরের সুলতানপুর পৌরসভায় তাঁর বাস। ছোটখাটো ব্যবসা করেন। তবে ২০১১ সালে ‘স্টুডেন্টস ফুটবল একাডেমি’ নামে ফুটবলের-পাঠশালা খুলে ‘খেলোয়াড় তৈরির কারিগর’ তকমা লাগিয়েছেন গায়ে। জনা পঞ্চাশেক ছেলেমেয়ে ফুটবল শেখে তাঁর কাছে। পরশু বিকেলে ঢাকা থেকে আরিফ হাসানের সঙ্গে যখন মুঠোফোনে কথা হয়, তখনো তিনি সুলতানপুর পিএন উচ্চবিদ্যালয়ে মাঠে ছেলেমেয়েদের অনুশীলন করাচ্ছিলেন। জিমন্যাস্টিকস ও বক্সিং কোচও তিনি। খেলোয়াড় ছিলেন বলে খেলার প্রতি অসম্ভব প্রেম ৫৬ বছর বয়সী মানুষটার।
কতটা প্রেম, তা বোধহয় বোঝা যাবে তাঁর এই কথায়, ‘খুব ছোটবেলা থেকে খেলি। বলতে পারেন ফুটবল–পাগল ছিলাম। সাতক্ষীরা জেলা দলে খেলেছি। খুলনা বিভাগীয় যুব দলে খেলা হয়েছে। ঢাকায় শান্তিনগর ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলেছি ১৯৮৯-৯০ সালে। এ কারণেই আমি চেয়েছি, আমার দুই মেয়েই খেলাধুলায় আসুক।’
২০২১ সালে জাতীয় বক্সিংয়ে রুপা জেতেন আফরা খন্দকার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মেয়েদের নতুন শুরু আজ
জোড়া সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহীকে বাদ দিয়েই কদিন আগে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে গত সাফজয়ী খেলোয়াড় আটজন। ২৩ জনের স্কোয়াডে বাকিরা নবাগত।
সেদিক থেকে নতুন এক বাংলাদেশই আজ নতুন শুরু করছে। শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে।
গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফ জয়ের মূল কুশীলবরাই নেই দলে। তাঁদের ছাড়া নতুন বাংলাদেশ কেমন করে, সেদিকে তাকিয়ে সবাই।
তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই মেয়েরা পা রাখতে চান নতুন দিনে। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে নতুন অধিনায়ক ডিফেন্ডার আফঈদা খন্দকারের।
বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার