পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই সভা শুরু হয়। দুই অধিবেশনে হবে বর্ধিত সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন।
এর আগে, সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সভার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তান: বৃষ্টির বাগড়ায় টস হতে দেরি
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ। এ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়ায় ম্যাচের টস হতে দেরি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার শঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। পুরো মাঠ ঢাকা রয়েছে কাভারে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এখন বৃষ্টি হচ্ছে না। ৩টায় পর্যবেক্ষণ করবেন ম্যাচ অফিসিয়ালরা।
আরো পড়ুন:
নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ যেখানে এগিয়ে!
সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে চায় পাকিস্তান
ঢাকা/রিয়াদ