যুবদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 27th, February 2025 GMT
আধিপত্য বিস্তারের জেরে ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে বেলাল হোসেন নামে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় দাগনভূঞার একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়।
বেলাল হোসেন উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নে প্রতাপপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। বর্তমানে বিএনপি কর্মী হলেও তিনি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, রোববার সকালে তাঁর বাবা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় বিএনপি কর্মী খুরশীদ আলমের সঙ্গে পূর্ববিরোধের জেরে খুরশীদ, যুবলীগ নেতা সামছুদ্দিন, মজিবুল হক মজনু, তার ছেলে বিপ্লব এসে বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে পাশের জমিতে ফেলে চলে যায়। পরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার দাগনভূঞা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার মৃত্যু হয়।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা হুদন জানান, বেলাল ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ত্যাগী কর্মী। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে। বেলালের শরীরে আঘাতের একাধিক দাগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল দ গনভ ঞ য বদল
এছাড়াও পড়ুন:
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের রোববার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানটি। সোমবার প্রতিষ্ঠানটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
এসকেএস