১. দক্ষিণ এশিয়ার কোন দুটি দেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে হিন্দুকুশ পর্বতমালা অবস্থিত?

ক. নেপাল ও পাকিস্তান

খ. আফগানিস্তান ও পাকিস্তান

গ. ভারত ও নেপাল

ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর: খ. আফগানিস্তান ও পাকিস্তান

২. সর্বপ্রথম ‘কার্বন ট্যাক্স’ চালু করে—

ক. নিউজিল্যান্ড

খ. ভুটান

গ. ফিনল্যান্ড

ঘ. নেদারল্যান্ডস

উত্তর: গ. ফিনল্যান্ড

আরও পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ১০ ঘণ্টা আগে

৩.

‘রেডিও বেগম’ কোন দেশের নারীদের রেডিও স্টেশন?

ক. ভারত

খ. পাকিস্তান

গ. আফগানিস্তান

ঘ. ইরান

উত্তর: গ. আফগানিস্তান

৪. ওরাল স্যালাইন আবিষ্কারে যুক্ত বাংলাদেশি বিজ্ঞানী—

ক. ডা. কৃষ্ণরঞ্জন সাহা

খ. ডা. হামিদুর রহমান

গ. ডা. তৌফিক হাসান

ঘ. ডা. রফিকুল ইসলাম

উত্তর: ঘ. ডা. রফিকুল ইসলাম

৫. ভারতীয় উপমহাদেশের প্রথম ওষুধ কোম্পানি ‘বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড’–এর প্রতিষ্ঠাতা—

ক. আচার্য প্রফুল্লচন্দ্র রায়

খ. ডা. বিধান চন্দ্র রায়

গ. স্যার জগদীশচন্দ্র বসু

ঘ. খগেন্দ্র চন্দ্র দাস

উত্তর: ক. আচার্য প্রফুল্লচন্দ্র রায়

৬. গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে স্বাধীনতার সূচকে বাংলাদেশের স্কোর ১০০–এর মধ্যে—

ক. ৩০

খ. ৪৫

গ. ৫৫

ঘ. ৬০

উত্তর: খ. ৪৫

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পরিবর্তিত নাম—

ক. বাংলাদেশ জাতীয় টানেল

খ. চট্টগ্রাম টানেল

গ. কর্ণফুলী টানেল

ঘ. পতেঙ্গা টানেল

উত্তর: গ. কর্ণফুলী টানেল

৮. মঙ্গল গ্রহের লাল রঙের জন্য দায়ী কোন আয়রন অক্সাইড?

ক. হেমাটাইট

খ. পাইরোটাইট

গ. ম্যাগনেটাইট

ঘ. ফেরিহাইড্রাইট

উত্তর: ঘ. ফেরিহাইড্রাইট

আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮, দ্রুত আবেদন করুন২ ঘণ্টা আগে

৯. চাঁদে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে প্রজেক্ট ‘লুনার সারফেস কমিউনিকেশন সিস্টেম’ বাস্তবায়নে কাজ করছে কোন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান?

ক. নকিয়া

খ. হুয়াওয়ে

গ. অ্যাপল

ঘ. স্যামসাং

উত্তর: ক. নকিয়া

১০. টিয়ার গ্যাসের রাসায়নিক নাম—

ক. অ্যানিসোল

খ. ক্লোরোপিক্রিন

গ. ডাইমিথাইল ইথার

ঘ. ক্লোরফেনিরামিন

উত্তর: খ. ক্লোরোপিক্রিন

১১. ইউক্রেনে বিশ্বের কত শতাংশ ‘আবশ্যক কাঁচামাল’-এর মজুত রয়েছে?

ক. ২%

খ. ৫%

গ. ১০%

ঘ. ১২%

উত্তর: খ. ৫%

১২. ‘সানশাইন পলিসি’ কোন দুটি দেশের সঙ্গে সম্পর্কিত?

ক. চীন, তাইওয়ান

খ. চীন, দক্ষিণ কোরিয়া

গ. চীন, রাশিয়া

ঘ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

উত্তর: ঘ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

১৩. বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত হাসপাতাল ‘এজেন্ট হাসপাতাল’ চালু করেছে—

ক. চীন

খ. সিঙ্গাপুর

গ. জাপান

ঘ. সংযুক্ত আরব আমিরাত

উত্তর: ক. চীন

১৪. বিশ্বের কোন দেশ প্রথম ভার্চ্যুয়াল ব্যাংকের অনুমোদন দেয়?

ক. সুইডেন

খ. জার্মানি

গ. তাইওয়ান

ঘ. কানাডা

উত্তর: গ. তাইওয়ান

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫

১৫. প্রতিবছর কোন তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে?

ক. ২২ ফেব্রুয়ারি

খ. ২৪ ফেব্রুয়ারি

গ. ২৫ ফেব্রুয়ারি

ঘ. ২৭ ফেব্রুয়ারি

উত্তর: গ. ২৫ ফেব্রুয়ারি

১৬. ‘যোগ্যতমর বেঁচে থাকা (survival of the fittest)’ শব্দগুচ্ছের প্রবক্তা—

ক. চার্লস ডারউইন

খ. জ্যাঁ-ব্যাপটিস্ট ল্যামার্ক

গ. গ্রেগর জোহান মেন্ডেল

ঘ. হার্বার্ট স্পেন্সার

উত্তর: ঘ. হার্বার্ট স্পেন্সার

১৭. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

ক. নিউইয়র্ক

খ. টোকিও

গ. লিসবন

ঘ. জুরিখ

উত্তর: খ. টোকিও

১৮. Asian Clearing Union (ACU) প্রতিষ্ঠিত হয়—

ক. ১৯৭৪ সালে

খ. ১৯৭৯ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ১৯৯২ সালে

উত্তর: ক. ১৯৭৪ সালে

১৯. চব্বিশের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্রসংগঠনের নাম—

ক. বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

খ. গণতান্ত্রিক বিপ্লবী ফ্রন্ট

গ. বিপ্লবী ছাত্র মৈত্রী

ঘ. জাতীয় ছাত্র ঐক্য

উত্তর: ক. বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

২০. বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড ‘উত্তরা ইপিজেড’ কোন জেলায় অবস্থিত?

ক. কুমিল্লা

খ. কুড়িগ্রাম

গ. নীলফামারী

ঘ. নেত্রকোনা

উত্তর: গ. নীলফামারী

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন প রথম

এছাড়াও পড়ুন:

ও লেভেল-এ লেভেলসহ বিভিন্ন পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা 

শিক্ষার্থীদের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী এসব পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে আদান প্রদান করতে পারবে।

সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।তবে এই সুবিধা নিতে হলে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদিত হতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ব্যাংকগুলোকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

আগে ব্যাংকগুলোকে এ ধরনের রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। নতুন নির্দেশনার ফলে এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। এছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফি-ও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।

আরো পড়ুন:

এসএসসি ও সমমান
পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত নিবন্ধ