প্রশ্ন– কত রান নিরাপদ মনে করেন? ফিল সিমন্স– ‘তিনশ প্লাস রান তো করতেই হবে। পাকিস্তানে সাড়ে তিনশ রানও তো নিরাপদ থাকছে না।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রাওয়ালপিন্ডির কন্ডিশনে দলের কাছে কোচের চাওয়া ছিল হাই স্কোর। অথচ ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ম্যাচটি হয়ে গিয়েছিল লো স্কোরিং।
স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচেও বড় স্কোর চাওয়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তিনশ রানের আকাঙ্ক্ষা আছে। ওই রান হলে বোলাররা ম্যাচ জেতাতে পারবে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। সেদিক থেকে সমর্থকরাও মনে মনে ধরে নিতে পারেন, নাজমুল হোসেন শান্তরা তিনশ রান করলে নাহিদ রানারা জয় উপহার দিতে পারবেন।
বাংলাদেশের দুঃখ আইসিসির টুর্নামেন্ট। ওয়ানডে বা টি২০ বিশ্বকাপে ভালো করতে পারে না। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলায় একটা আশার জায়গা তৈরি হয়েছিল। ৯ বছর পর অনুষ্ঠিত আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত করার স্বপ্ন ছিল ক্রিকেটারদের চোখেমুখে। এ কারণেই হয়তো অধিনায়ক শান্ত বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবেন। টানা দুই ম্যাচে বাজে ক্রিকেট খেলার পরও অধিনায়কের পক্ষে ঢাল ধরলেন সালাউদ্দিন।
গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সামর্থ্য না থাকলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতাম না। বিশ্বের সেরা আটটি দল এসেছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আসতে পারেনি। যদি এখানে অংশগ্রহণ করতে আসি, তাহলে আসার দরকার নেই। একটা স্বপ্ন নিয়ে এসেছি। যেহেতু আমরা পারফর্ম করতে পারিনি, কথাগুলো তাই শুনতেই হবে।’
এবার কেন পারল না বাংলাদেশ– সেই ব্যাখ্যাও দিলেন কোচ, ‘প্রস্তুতি একটা বড় ব্যাপার। আমরা বিপিএল খেলে চলে এসেছি। ভারত ও ইংল্যান্ড প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নেওয়ার বিষয়টি খেলোয়াড়দের হাতে না। আমাদের ম্যানেজমেন্টকে দেখতে হবে। আমরা চাইলে ১৫ দিন আগে বিপিএল শেষ করতে পারতাম। সামনে এগুলো ভেবে দেখতে হবে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সমস্যা চিহ্নিত করতে গিয়ে ইনিংসের মাঝের ওভারগুলোতে ব্যাটার ও বোলারদের দুর্বলতা তুলে এনেছেন। সমকালকে তিনি বলেন, ‘বাংলাদেশ দল যতদিন না মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারবে, লং ইনিংস খেলবে, উইকেট কম হারাবে, ততদিন বড় ইনিংস করতে পারবে না। তেমনি মাঝের ওভারগুলোতে উইকেট টেকিং বোলার লাগবে। যে কাজটি এবাদ হোসেন করতে পারত।’
বাংলাদেশের লো স্কোর করার কারণ হলো, ব্যাটারদের ডট খেলা। ভারতের বিপক্ষে ১৫৯টি আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৫টি ডট বল খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। যদিও ডট বল বেশি খেলা দলের ব্যর্থতার কারণ মনে করেন না সালাউদ্দিন। তিনি বলেন, ‘আরও বেশি ডট বল খেললেও কিছু মনে করতাম না। কারণ, রান রেট ভালো ছিল। ২০ ওভার ৯৭ রান ছিল। মাঝে উইকেট পড়ে যাওয়ায় আমাদের ক্যারি করা সম্ভব হয়নি। উইকেট থাকলে হয়তো তিনশ রান হয়ে যেত।’
পাকিস্তানের বিপক্ষে সামর্থ্য মাথায় রেখে একাদশ সাজাতে চান সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা একটি টুর্নামেন্ট খেলছি। এখানে সুযোগ দেওয়ার চেয়েও সুযোগ করে নেওয়া জরুরি। যাদের নিলে আমরা জিততে পারব, তারাই খেলবে।’ যদিও আগের ম্যাচের দল নিয়েই খেলার সম্ভাবনা বেশি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
পদোন্নতি পেলেন ১০৪ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেয়া হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এম জি