ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দিনদুপুরে বাসাবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখের বেশি টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ছাড়া চট্টগ্রামে চলন্ত বাসে ছিনতাই এবং বগুড়ায় তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, গতকাল দুপুরে কোন্ডা জাজিরাপাড়া ঋষিপাড়া এলাকায় ছয়-সাতজনের ডাকাত দল পিকলু দাসের বাড়িতে ঢোকে। হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি অনুষ্ঠান থাকায় ভোর থেকে পিকলু, তাঁর স্ত্রী, ছোট ভাই গোপালসহ বাড়ির সব সদস্য পাগলা শিবমন্দিরে ছিলেন। এ সময় শুধু তাঁর ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া দাস বাড়িতে ছিলেন। মুখে মাস্ক পরিহিত ডাকাত দল বাড়িতে ঢুকে তাঁর হাত-পা বেঁধে ফেলে। এর পর বাড়িতে থাকা আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন বাড়িতে ঢুকে প্রিয়াকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন।
স্থানী বাসিন্দা মন্টি দাস বলেন, ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিল। মুখে মাস্ক থাকায় চেনা যায়নি। দিনদুপুরে ডাকাতি হওয়ার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা, পরিবারের সদস্যরা প্রিয়াকে সন্দেহ করছে। তাঁর সঙ্গে অন্য কারও পরকীয়ার সম্পর্ক আছে। টাকা-স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি, তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি উৎসব করবে ওয়েস্ট ইন্ডিজ, রোমাঞ্চিত হোল্ডিং
২১ জুন ১৯৭৫।
লর্ডসের ব্যালকনির সামনে বানানো মঞ্চে ট্রফি হাতে ক্লাইভ লয়েড। ক্রিকেট–বিশ্ব সেই প্রথম দেখল কোনো বিশ্বজয়ী অধিনায়ককে। ক্রিকেটও পেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন—ওয়েস্ট ইন্ডিজ।
এই বছর ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি। আর সেটা ঘটা করেই উদ্যাপন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছেন সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো।
লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন অধিনায়ক ক্লাইভ লয়েড নিজে। হয়েছিলেন ম্যাচসেরাও। চার বছর পর সেই লর্ডসেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লয়েডের অধীন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৫ বিশ্বকাপের ট্রফি হাতে ক্লাইভ লয়েড