পবিত্র রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা মাসব্যাপী বিশেষ রমজান বুফে ঘোষণা করেছে। এতে থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি ও উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ।

ব্যাংক এশিয়ার সহযোগিতায় এই দুই হোটেলের বিশেষ রমজান আয়োজনের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ শেফ রিমোন ওবাইদ, স্বপন রোজারিও, আহমেত গুলার ও সাঈত দুরসান।

দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টস-এর আকর্ষণীয় খাবারের মধ্যে থাকছে ঢাকাইয়া হাঁড়ি গোশত, অক্সটেইল স্ট্যু, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাংক, আরবি কাবসা এবং তুর্কি তুলুম্বা, পিস্তাচিও বাকলাভা ও লাইভ কুনাফার মতো মিষ্টি আইটেম।

অন্যদিকে, শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পেশাওয়ারি গরুর নলি নেহারি, বিভিন্ন তুর্কি কাবাব, ল্যাম্ব ওউজি, সি ফুড পায়েলা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাবাবসহ আরো অন্যান্য সব খাবার। শেরাটনের অন্যতম আকর্ষণীয় মিষ্টান্ন কোল্ড মিল্ক বাকলাভাও রয়েছে তালিকায়।

১১ হাজার ৯৯০ টাকায় ওয়েস্টিন ঢাকায় এবং ১২ হাজার ৯৯০ টাকায় শেরাটন ঢাকায় প্রতিদিন পাওয়া যাবে একটি জমকালো বুফে ইফতার ও ডিনার। 
এছাড়া, সিজনাল টেস্টস এবং দ্য গার্ডেন কিচেনে প্রতি শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির আগের রাতে এক বিশেষ বুফে সেহরি পরিবেশন করা হবে। দ্য ওয়েস্টিনে ৬ হাজার ৯৯০ টাকা এবং শেরাটন ঢাকায় ৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে এই সেহরি।

২০টিরও বেশি ব্যাংক থেকে নির্বাচিত কার্ডগুলোর গ্রাহকরা উপভোগ করতে পারবেন একটি কিনুন একটি পান (বাই ওয়ান গেট ওয়ান) অফার। ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাচিত কার্ডধারীদের জন্য একটি কিনুন তিনটি পান (বাই ওয়ান গেট থ্রি) অফার রয়েছে। ব্যাংক এশিয়া কার্ডধারীরা সম্পূর্ণ রমজান মাসজুড়ে ইফতার, ডিনার এবং সেহরির জন্য বিশেষ এই বাই ওয়ান গেট থ্রি অফার উপভোগ করতে পারবেন। এমনকি সিজনাল টেস্টস ও দ্য গার্ডেন কিচেনের সৌজন্যে ভাগ্যবান অতিথিরা জিততে পারেন ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও এয়ার আরাবিয়ার ফিরতি বিমান টিকিট।

যারা ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতারের বিশেষ মুহূর্ত উপভোগ করতে চান, তাদের জন্য দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা নিয়ে এসেছে তিনটি ক্যাটাগরিতে প্রিমিয়াম ইফতার বক্স।

দ্য ওয়েস্টিন ঢাকায় ১১ হাজার ৯৯০ টাকায় প্লাটিনাম, ৮ হাজার ৯৯০ টাকায় গোল্ড এবং ৭ হাজার ৯৯০ টাকায় সিলভার বক্স। শেরাটন ঢাকায় ১২ হাজার ৯৯০ টাকায় লাক্সারি, ৯ হাজার ৪৯০ টাকায় প্রিমিয়াম এবং ৮ হাজার ৪৯০ টাকায় ক্লাসিক বুফে থাকছে।

এছাড়া, ঐতিহ্যবাহী রমজান স্পেশাল শাহী হালিম ও জিলাপি উভয় হোটেল থেকে সংগ্রহ করা যাবে।

যারা বৃহৎ পরিসরে ইফতার, ডিনার বা সেহরি আয়োজন করতে চান। তাদের জন্য দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা নিয়ে এসেছে অত্যাধুনিক  ব্যাঙ্কোয়েট ভেন্যু।

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ও শ র টন ঢ ক র জন য ইফত র রমজ ন

এছাড়াও পড়ুন:

১৪ নং ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পীরসাহেব চরমোনাইর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২টায় শহরের দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচএম রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মো. তাজউদ্দীন, অর্থ সম্পাদক হুসাইন মো. আল আমিন, প্রচার সম্পাদক মুয়াম্মার হাসান অপু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পীরসাহেব চরমোনাই সবসময় মানবতার সেবায় কাজ করে আসছেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে এবারও ঈদ উপলক্ষে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল মুরগী, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামী যুব আন্দোলন শুধু ঈদের সময় নয়, বরং সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতেও পীরসাহেব চরমোনাইর নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে নেওয়ার পরিকল্পনা রয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • ৯ দিনের ছুটিতে দেখুন এই ৯ সিনেমা-সিরিজ
  • ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট নেই, তবে আছে ধীরগতি
  • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে না'গঞ্জে ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ 
  • ঈদযাত্রায় চাপ বেড়েছে আকাশপথেও, টিকিটের দাম দ্বিগুণ
  • ব্যাংককে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্রসচিব
  • ১৪ নং ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ
  • যমুনা নদীতে বারুণীর স্নানে পুণ্যার্থীর ঢল
  • বেরোবিতে হঠাৎ আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
  • স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরী জামায়াতের আলোচনা সভা