সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার ২৮ মামলার আসামি ‘কাদির সিপাই গ্রুপ’ এর প্রধান কাদির সিপাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন দুধ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১ (সিপিসি-১) এর একটি দল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে র‍্যাব। গ্রেফতার কাদির ফতুল্লার সিপাইপাড়া উত্তর গোপালনগর এলাকার দুলাল সিপাইয়ের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে ‘কাদির সিপাই গ্রুপ’ এর প্রধান কাদির সিপাই (৪৬) নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। সামেদ আলীর ছত্রছায়ায় কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র- টেটা, বল্লম, রামদা নিয়ে চাঁদাবাজি দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলা সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফতুল্লা বক্তাবলী এলাকায় কাদের সিপাই গ্রুপ এক মূর্তিমান আতঙ্কের নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদের সিপাই গা ঢাকা দেয়। বিভিন্ন সময় কাদির সিপাই গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করে সংবাদের শিরোনাম হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাদিখাঁন থানায় তার নামে খুন, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যা চেষ্টা ও মারামারি সহ ২৮ টি মামলা, ২ টি জিডি ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক য়

এছাড়াও পড়ুন:

মহানগর আওয়ামীলীগ সাবেক পিপি নেতা ওয়াজেদ আলী খোকন আটক

নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকা থেকে সাবেক পিপি জেলা কৃষকলীগের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের আইন সম্পাদক ওয়াজেদ আলী খোকনকে আটক করে জেলা পুলিশ। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে জানিয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা ও জামিন আছে কিনা যাচাই বাছাই করা হচ্ছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিসিকে প্রাইভেট ক্লিনিক মালিক ও ডায়াগনষ্টিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা  
  • শিশুরা কোমল, তাদের যত্ন নিয়ে গড়তে হবে : নূর কুতুবুল
  •  সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • আ’লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাদের তদবির
  • ফ্যাসিস আওয়ামীলীগের দোসরদের সুযোগ দিবেন না : সাহেদ 
  • বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভা, শহীদ স্বজনের জন্য দোয়া
  • ডুবলিকেট নয়, সাচ্চা কর্মী দরকার : সজল 
  • মহানগর আওয়ামীলীগ নেতা সাবেক পিপি নেতা ওয়াজেদ আলী খোকন আটক
  • মহানগর আওয়ামীলীগ সাবেক পিপি নেতা ওয়াজেদ আলী খোকন আটক