৯ ইউপি সদস্যকে মারধর, পরিষদ থেকে তাড়িয়ে দিলেন বিএনপি নেতারা
Published: 27th, February 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একটি ইউনিয়ন পরিষদের ৯ সদস্যকে মারধর ও লাঞ্ছিত করে পরিষদ কার্যালয় থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ ইউপি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্যরা হলেন– সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের খায়ের হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের রবিন চৌধুরী। এ ছাড়া বিএনপি নেতাকর্মীর হাতে লাঞ্ছিত হওয়া অপর ইউপি সদস্যরা হলেন– ওহিদুল আলম, শাহনাজ বেগম, রোজী আক্তার ও ফাতেমা বেগম।
ভুক্তভোগী ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে যুবদল ও শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে উপস্থিত ইউপি সদস্যদের মারধর করে। পরে লাঞ্ছিত করে তাদের পরিষদ থেকে বের করে দেয়।
আহত ইউপি সদস্য সোহেল জানান, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত হবে বলে তাদের মঙ্গলবার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানে আসার দাওয়াত দেন ইউনিয়ন পরিষদের সচিব। মঙ্গলবার বিকেলে তিন নারী ইউপি সদস্যসহ ৯ জন সদস্য অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী পরিষদ কার্যালয়ে এসে পুরুষ ইউপি সদস্যদের মারধর করে গলা ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেয়। এ ছাড়া পরিষদের তিন নারী সদস্যসহ চারজনকে লাঞ্ছিত করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদার রাসেল, সালাহ উদ্দিন ও ক্ষীরমোহন ইউপি সদস্যদের রক্ষা করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে তারা। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল সহকারী কমিশনার (ভূমি) ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুনের। তিনি অনুষ্ঠানে আসেননি।
এ বিষয়ে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, ‘উপজেলায় বিশেষ কাজ থাকায় তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। ইউপি সদস্যদের ওপর হামলার বিষয়টি তাঁর জানা নেই।’
অভিযোগ অস্বীকার করে সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুদ্দিন মিন্টু বলেন, ওই ইউনিয়ন পরিষদের সচিব আওয়ামী লীগের দোসরদের নিয়ে সভা করার কারণে স্থানীয় জনগণ ক্ষেপে যায়। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, ইউপি সদস্যদের মারধর ও লাঞ্ছিত করে তাদের পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ইউপ সদস য ল ঞ ছ ত কর অন ষ ঠ ন স ন ইছড় ত কর ম ন ত কর ম রধর সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
রাঙামাটি কারাগারে কারাবন্দিদের ঈদ উদযাপন
ঈদের দিন পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনের সুযোগ সবার থাকে না; বিশেষ করে কারাগারে বন্দিদের। বিষয়টি ভেবে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে রাঙামাটি কারা কর্তৃপক্ষ। কারাবন্দিরা যেন ঈদে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে পারেন সেজন্য ঈদের বিশেষ নামাজ, উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি স্বজনদের সঙ্গে দেখা করার ব্যবস্থা রেখেছেন কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে আটটায় কারাবন্দিরা কারাগারের মধ্যেই আদায় করছেন ঈদের নামাজ। এরপর সবাই একসঙ্গে বসে ঈদের সেমাই খেয়েছেন। বন্দিদের জন্য দুপুর ও রাতে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন।
ঈদের এই বিশেষ দিনে বন্দিরা যাতে পরিবারের সঙ্গে দেখা করতে পারে এ জন্য কারা কর্তৃপক্ষ স্বজনদের সুযোগ দিয়েছেন। যারা দেখা করতে এসেছেন তাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন। এমন আয়োজনে খুশি স্বজনরাও।
কারাবন্দির সাথে দেখা করতে আসা স্বজন নূর মোহাম্মদ জানান, খুব সুন্দর আয়োজন করেছে এবার জেল কর্তৃপক্ষ। গত বছরও আমি এসেছিলাম আত্মীয়র সাথে দেখা করতে, কিন্তু এবারের আয়োজন ভিন্ন মনে হয়েছে। তারা আমাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেছে। আমি আত্মীয়র সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন জেলের পরিবেশ ভালো, সবাই মিলে ঈদের নামাজ শেষে সেমাই খেয়েছেন। দুপুর ও রাতে ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারাগারে এ ধরনের পরিবেশ সত্যি খুব ভালো লাগছে।
রাঙামাটি কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, ‘‘স্বজনহীন কারাবন্দিদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কারা কর্তৃপক্ষ এমন আয়োজন করেছে। আমরা চাই জেলের বিষয়ে মানুষের গতানুগতিক যে ধারণা, সেটা পরিবর্তন হোক।’’
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারাবন্দি ও স্বজনদের নিয়ে ভিন্ন কিছু আয়োজনের নির্দেশনা দিয়েছেন বলেই এমন আয়োজন সম্ভব হয়েছে বলে জানান দিদারুল আলম।
শংকর//