পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে
Published: 27th, February 2025 GMT
শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলে প্রধান সমন্বয়কারী পদ সৃষ্টি করে সমঝোতার চেষ্টা চলছে। এ টানাপোড়েনের মধ্যেই গতকাল বুধবার মারামারিতে আত্মপ্রকাশ করেছে গণঅভ্যুত্থানের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া প্রাধান্যে বিক্ষোভ করেন গণঅভ্যুত্থানে প্রতিরোধ গড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছাত্র সংগঠনের মতো তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েও চলছে বিরোধ। এতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা নতুন দলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদেরসহ বিক্ষুব্ধদের ফেরানোর চেষ্টা করছেন দলের নেতৃত্ব নিতে যাওয়া সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ; সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে মুখ্য সংগঠক ও মুখপাত্র করার কথা রয়েছে।
সপ্তাহখানেক ধরেই শোনা যাচ্ছিল, সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাচ্ছিলেন তাঁর অনুসারীরা। এতে সমর্থন রয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের। একই পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদকে চেয়েছিলেন তাঁর অনুসারীরা। গত সোমবার পর্যন্ত আলোচনা ছিল, সব পক্ষের মধ্যে সমঝোতার জন্য জুনায়েদ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং নাসীরুদ্দীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হবেন।
তবে গতকাল বুধবার জানাক সূত্র জানায়, প্রধান সমন্বয়কারী পদ সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক এবং সদস্য সচিবের পরই হবে এই পদের মর্যাদা। নাসীরুদ্দীন হবেন প্রধান সমন্বয়কারী। যদিও তিনি তা নিশ্চিত করেননি। জানাকের মুখপাত্র সামান্তা শারমিন সমকালকে বলেন, প্রধান সমন্বয়কারী পদের বিষয়ে আলোচনা হচ্ছে। কে পদে আসবেন, তা ঠিক হয়নি। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠকসহ অন্যান্য পদে কারা আসবেন, তাও চূড়ান্ত নয়। শুক্রবার দলের আত্মপ্রকাশের আগে সব ঠিক হবে।
গতকাল রাজধানীর বাংলামটরে জানাক কেন্দ্রীয় কার্যালয়ের সভায় সিদ্ধান্ত হয়, এই সংগঠন আর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে না; প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক ছাড়া বাকি সব পদ বিলুপ্ত হবে। সবাই সদস্য হিসেবে গণ্য হবেন।
ঢাবি শিবিরের সাবেক দুই সভাপতি থাকছেন না
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে প্ল্যাটফর্ম গড়ে গত ১ জুলাই আন্দোলনে নামে। হাসিনা সরকারের নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও রাজপথে নামেন। আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিলে ৫ আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারা সামনের সারিতে থাকলেও শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাও ছিলেন।
রাজনৈতিক দল গড়তে ৮ সেপ্টেম্বর গঠন করা জানাকেও ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন ও বাম সংগঠন থেকে আসা নেতা রয়েছেন। সবাই নিজ বলয় থেকে নতুন শীর্ষ নেতৃত্বে জায়গা করার চেষ্টা করছেন।
এ নিয়ে নতুন বিরোধ থেকে গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে সপ্তাহ দুই আগে বিরোধে জড়ান ছাত্রশক্তি ও শিবিরের সাবেক নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে লেখেন। অতীতে শিবির-সংশ্লিষ্টতার কারণে নতুন দলের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে না বলে অভিযোগ তোলেন শিবিরের সাবেক নেতারা। একে আওয়ামী লীগ আমলের শিবির ট্যাগ দিয়ে নিপীড়নের ধারাবাহিকতা বলে ভাষ্য তাদের। এর ‘প্রতিবাদে’ জানাক ছেড়েছেন সাবেক শিবির নেতা আরেফিন মুহাম্মদ।
জুনায়েদ এবং ঢাবি শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত সোমবার দেশটিতে গেছেন। অভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে তাদের চীন সফর নিয়ে প্রশ্ন তোলে জানাক। সোমবার মধ্যরাতে বিজ্ঞপ্তিতে জানায়, এ সফরের সঙ্গে জানাকের সম্পর্ক নেই। সংগঠনে থাকা সাবেক শিবির নেতারা সমকালকে জানান, এ বিজ্ঞপ্তির কারণে সমঝোতার সব সম্ভাবনা শেষ হয়ে যায়।
জুনায়েদ ও রিফাত ফেসবুক পোস্টে জানান, নতুন দলে তারা থাকছেন না। জুনায়েদ লেখেন, না থাকার বিষয়টি সপ্তাহখানেক আগেই জানিয়েছিলাম নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। তবে চারপাশের গুঞ্জন থামছে না। তাই স্পষ্ট করে রাখছি। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি।
রাফে সালমান লেখেন, দলে না থাকলেও আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত।
জানাক সূত্র জানিয়েছে, শিবিরের নেতাকর্মীর বড় অংশই জামায়াতে ইসলামীতে যোগ দেন না। ‘ইনক্লুসিভ’ রাজনীতির কথা বলায় জানাক এই সাবেক শিবির নেতাদের পছন্দের জায়গা হয়ে উঠেছিল। কিন্তু জুনায়েদ ও রাফে সালমানের এই নেতৃত্বে জায়গা না হওয়ায় শিবিরের সাবেক নেতাকর্মী নতুন দলে আর আসতে চাইবেন না।
যদিও সাবেক কয়েকজন শিবির নেতা নতুন দলে থাকছেন। একাধিক নেতা সমকালকে বলেন, জুনায়েদ গত রোববার নাহিদ ইসলামকে জানান, শিবির ‘ট্যাগ’ দিয়ে নেতৃত্ব থেকে দূরে রাখার কারণে নতুন দলে থাকবেন না। জুনায়েদ এ সিদ্ধান্ত নিলেও নাহিদ গতকাল পর্যন্ত সব পক্ষকে নতুন দলে রাখার চেষ্টা করছেন বলে একটি সূত্র জানিয়েছে। বিদেশে থাকায় জুনায়েদ ও রিফাতের সঙ্গে কথা বলতে পারেনি সমকাল।
অভ্যুত্থানে সর্বাত্মক ভূমিকা রাখা কওমি মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরও নতুন দলের নেতৃত্বে আনা হচ্ছে না বলে এই বলয়ের নেতারা অভিযোগ করছেন। তাদের ভাষ্য, শীর্ষ নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক হয়ে পড়ছে। কওমি ছাত্র পরিষদ থেকে আসা জানাকের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি সমকালকে বলেন, অভ্যুত্থানের সব অংশীজনের অংশগ্রহণের পথ উন্মুক্ত থাকতে হবে। নইলে দল ইনক্লুসিভ কিনা– এ প্রশ্ন থাকবে।
মারামারিতে আত্মপ্রকাশ গণতান্ত্রিক ছাত্র সংসদের
বিক্ষোভ, মারামারিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির স্লোগান ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’। তিন ঘণ্টার নাটকীয়তার পর কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসান সদস্য সচিব হয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের তাহমীদ আল মুদাসসির মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুন মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফাত রশীদ মনোনীত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আব্দুল কাদের আহ্বায়ক ও মহির আলম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
ছাত্র সংগঠন ঘোষণার কথা ছিল গত ২২ ফেব্রুয়ারি। পদ নিয়ে সমঝোতা না হওয়ায় তা চার দিন পেছায়। তবে শেষ সময়েও সমঝোতা হচ্ছিল না। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির শীর্ষ চার পদ ঠিক করা হয়। নারী নেতাদের আপত্তিতে রিফাত রশীদকে রাখা হয়নি।
সূত্র জানায়, এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বিকেল ৩টায় মধুর ক্যান্টিনের সামনে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের প্রস্তুতির সময় উত্তরা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না, মানবো না, ঢাবির কালো হাত ভেঙে দাও, বৈষম্য মানি না’ স্লোগানে মিছিল করেন।
মিছিলকারীদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী শাহজাদী ফারহানা সমকালকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে রাখা হয়নি। আমরা অন্তত রিফাত রশীদকে চেয়েছিলাম। এ বৈষম্য মেনে নেব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে নাহিদ হক নামে একজন বলেন, রিফাত রশীদকে মাইনাস করা হচ্ছে। এর প্রতিবাদ জানাই।
একই সময়ে ছাত্র সংগঠনের নতুন নেতাদের সমর্থকরা ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান দিতে থাকেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে বাইরে সংবাদ সম্মেলন করতে না পেরে মধুর ক্যান্টিনের ভেতরে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু করা হয়। হট্টগোলের মধ্যে আবু বাকের মজুমদার কমিটি ঘোষণা করেন। এর পর তারা বের হয়ে মিছিল নিয়ে লেকচার থিয়েটার ভবন হয়ে সামনে গেলে মল চত্বরে দু’পক্ষে মারামারি শুরু হয়। এতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মিশু আলী ও আকিবুল হাসান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্রীর আহতের খবর পাওয়া গেছে।
মধুর ক্যান্টিনের সামনে ধাক্কাধাক্কির মধ্যে অজ্ঞান হয়ে পড়েন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী নাফসিন মেহেনাজ আজরিন। পরে সন্ধ্যায় বারডেম হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঢাবির একজন কনুই দিয়ে বুকে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমরা এ সংগঠন মানি না।
এ সময় ফারাবী নামে একজন সমন্বয়ক পরিচয়ে বলেন, ঢাবির সিন্ডিকেটের এই কেন্দ্রীয় কমিটিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত তারা ভুল স্বীকার করে কমিটি পুনর্গঠন না করবে, ততক্ষণ তাদের সঙ্গে আমরা নেই। জাহিদ হাসান জেমস নামে আরেকজন বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বের জন্য এসেছি। কিন্তু আমাদের ওপর হামলা করে চারজনকে আহত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক নাম না প্রকাশের শর্তে সমকালকে বলেন, রিফাত রশীদ উত্তরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে ঝামেলা করেছেন। এ বিষয়ে রিফাত রশীদের বক্তব্য জানতে পারেনি সমকাল।
ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, বিক্ষোভকারীরা কমিটি ঘোষণা হওয়ার আগেই বৈষম্যের অভিযোগ তুলে স্লোগান দিচ্ছিল। এতে বোঝা যায়, তাদের অন্য উদ্দেশ্য আছে। যৌক্তিক দাবি থাকলে আলোচনা করে তা সমাধান করব।
এদিকে নতুন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মারামারির ঘটনায় তিনি দুঃখিত এবং লজ্জিত।
রাতে ছাত্রদলের নেতারা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। অন্যদিকে রাতে রাজধানীর বাংলামটর রূপায়ণ টাওয়ারের সামনের সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু সাংবাদিকদের জানান, হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাতেও সুরাহা না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত র স গঠন র গণঅভ য ত থ ন র র জন ত দল র ন ত র জন ত ক ব সরক র সমঝ ত র হয় ছ ন র স মন গতক ল করছ ন সমক ল ইসল ম
এছাড়াও পড়ুন:
শিক্ষার মানের ভয়াবহ অবনতি বেড়েছে বাণিজ্য: শিক্ষা উপদেষ্টা
শিক্ষার ব্যাপক প্রসার ঘটলেও মানের ভয়াবহ অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষা নিয়ে বাণিজ্যও দেখা যাচ্ছে। এটি আশঙ্কাজনক। এখন প্রযুক্তির যুগ, সভ্যতার পথ ধরে এগোতে গেলে প্রযুক্তি তো লাগবেই। তবে নৈতিকতা ছাড়া সভ্য হওয়া যাবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু, তাঁর মতো বিজ্ঞানীর নামে করা ভবন-স্থাপনা ছিল, সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি স্থাপনার নামও বদলানো হয়েছে। এটি আমাকে মর্মাহত করেছে। আমি আশা করব, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা মিলে এর প্রতিকার করবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, আর্থিক বিবেচনায় আপনারা পেশা বেছে নেবেন না। বরং যে কাজটি করতে ভালো লাগে, সেরকম পেশা বেছে নেওয়া উচিত। আমরা এমন সমাজে বাঁচতে চাই, যেখানে সৎভাবে বুক উঁচু করে বাঁচা যায়।
গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বার্থে জীবনবাজি রেখে লড়েছেন উল্লেখ করে তিনি বলেন, অনেকের ধারণা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার নিয়েই চিন্তা করে, তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা কাজ করে না। তবে আমরা সাম্প্রতিক যে গণঅভ্যুত্থান দেখেছি, সেখানে ব্র্যাকসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে জীবনবাজি রেখে এগিয়ে এসেছিল, তাতে সবার ভুল ভেঙেছে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।
সমাবর্তনে ভেলিডিক্টোরিয়ান বক্তব্য দেন চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী শিহাব মুহতাসিম ও সমাপনী বক্তব্য দেন সমাবর্তন কমিটির কো-চেয়ার ড. সাদিয়া হামিদ কাজী।
এবারের সমাবর্তনে চার হাজার ৮২৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটেগরিতে দু’জনকে চ্যান্সেলর স্বর্ণপদক, ২৮ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।