ঘরবাড়ি আদতে কী? এই প্রশ্নের উত্তরে কেউ বলেন, যেখানে দিনের শেষে শান্তির খোঁজ মেলে। আবার কেউ কেউ মনে করেন, ঘরবাড়ি কোনো জায়গা নয়, আদতে একটা অনুভূতি। অনেকে এই অনুভূতির খোঁজ পান জীবনসঙ্গী, সন্তান বা পরিবারের মধ্যে। তবে নৌকায়ও যে হতে পারে সুখের সংসার, সে কথাই জানালেন এক ভারতীয় দম্পতি। ভারতীয় নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন গৌরব গৌতম অবসরের পর সব স্থাবর সম্পদ বিক্রি করে স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে ২০২২ সাল থেকে সাগরে ভাসছেন। ‘রিভা’ নামের নৌকাটি লম্বায় ৩২ ফুট। এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু। আছে দুটি শোবার ঘর, একটা রান্নাঘর ও বাথরুম।

আরও পড়ুন১০ লাখ কোটি টাকা দিয়ে কী করেন এই নারী২৬ সেপ্টেম্বর ২০২৪

৪২ বছর বয়সী গৌরব জানান, তিনি যতক্ষণ পানির ওপর থাকেন, মনে হয়, বেঁচে আছেন। স্থলে, ইট-সিমেন্ট-কংক্রিটের বাসাবাড়িতে তাঁর দম নিতে কষ্ট হয়। এদিকে তাঁর স্ত্রী বৈদেহীও গণমাধ্যমে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। তাঁর জীবনের একটাই ইচ্ছা, স্বাধীনভাবে বাঁচা। তাঁদের একমাত্র কন্যা খেয়ার ভালো লাগে না স্কুলে যেতে। তাই ২০২২ সালে এই পরিবার একটা নৌকা কিনে নিজেদের মতো করে গড়ে তুলে ভাসিয়ে দিয়েছেন সাগরে। কোনো দেয়াল নেই, নেই কোনো রুটিনের বেড়াজাল। কেবল চারপাশে সাগর, মাথার ওপর নীল আকাশ আর বিশুদ্ধ বাতাস।

‘রিভা’ নামের নৌকাটি লম্বায় ৩২ ফুট, এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা এখন আগামী ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ ভর্তির আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে।

ভর্তিচ্ছু প্রার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ((www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর তার প্রিন্ট কপি ও আবেদন ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ০৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

ভর্তির বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালে প্রবেশ করে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি
  • সংসার ভাঙছে জহির-সোনাক্ষীর?
  • টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চাকরিচ্যুত কনস্টেবলের মামলা
  • টিপকাণ্ড: লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
  • চবির শাটলে সিনিয়রকে জুনিয়রদের হামলা, বিচার দাবি
  • ইসরায়েলিদের বাকিংহাম প্যালেসে কেন ঢুকতে দিতেন না রানি এলিজাবেথ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স