ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে গভীর রাতে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে বিএনপির উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বিএনপির কার্যালয়ে আগুন ধরে যায় এবং পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বোমা বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.

ইমরুল হাসান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত তিনটি কোম্পানির নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে গোল্ডেন সন লিমিটেড ২১ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড ১০ শতাংশ এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত নিবন্ধ