নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিচার চেয়েছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

অভিযোগপত্রে বলা হয়, স্থানীয় মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল লোক স্টেশনের অফিস কক্ষে ঢুকে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয়।

স্টেশন মাস্টার মুসা বলেন, ‘চাঁদাবাজ সুমন ও তাঁর লোকজনের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তারা শুধু আমাদের নয়, যাত্রীদেরও হয়রানি করছেন। সুমন আমাদের একজন সিনিয়র স্টাফকে নির্যাতন করেছে। আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীকে যতটা লাঞ্ছিত ও হয়রানি করেছে, আওয়ামী লীগের আমলেও আমরা এতটা বঞ্চনার শিকার হয়নি।’

অভিযোগের বিষয়ে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তিনি আমার বড় ভাইয়ের বন্ধু। তাঁর কাছে আমার নিয়মিত যাতায়াত আছে। কিন্তু লিখিত অভিযোগে যা উল্লেখ করা হয়েছে, তা আমি অবগত নই। আমি নরসিংদী রেলওয়ে স্টেশনের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করি। কিন্তু চাঁদাবাজি বা নির্যাতনের ঘটনা সত্য নয়।’

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ জানান, অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগের কপি তাদের কাছে আসেনি। নেতাকর্মীর বিভিন্ন অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে আছে বিএনপি। তিনি বলেন, ‘ছাত্রদল, যুবদলসহ যে কেউ অপরাধে জড়িত থাকলে দলীয় শাস্তির পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব, তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হতে হবে।’
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধরীর ভাষ্য, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নরস দ য বদল ন ত র লওয় য বদল

এছাড়াও পড়ুন:

রিয়ালের বিপক্ষে ফাইনালে খেলা হবে না লেভার 

মৌসুমে ৪০ গোল করে ফেলেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। লিগ, চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কোপা দেল রে’ শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সা। তবে লেভার ইনজুরির খবর ধাক্কা হয়ে এসেছে কাতালান ক্লাবটির জন্য। 

ইনজুরিতে প্রায় তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ৩৬ বছর বয়সী লেভাকে। যার অর্থ সাবেক বরুশিয়া ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ এপ্রিল রাতের কোপা দেল রে’র ফাইনালে খেলতে পারবেন না। 

বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, লেভা তার বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। যাকে হ্যামস্ট্রিং ইনজুরি বলে। কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্লাব কিছু না বললেও বার্সা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, তিনি পরিষ্কার করে বলতে পারছেন না কবে লেভা মাঠে ফিরবেন। 

পোলিশ এই স্ট্রাইকার তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকলে মৌসুমের অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচই মিস করবেন তিনি। যেমন- কোপা দেল রে ফাইনাল ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে’র এল ক্লাসিকোয় তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১ ও ১১ মে’র  সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি। 

চলতি মৌসুমে বার্সা লা লিগায় ৩২ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে। রিয়ালের চেয়ে লিগে ২৩ গোল বেশি দিয়েছে হানসি ফ্লিকের দল। ইন্টার মিলানের বিপক্ষে জিতলে বার্সা ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখবে। মৌসুমে এরই মধ্যে কাতালানরা রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতেছে।    

সম্পর্কিত নিবন্ধ