জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের তিন দিনের রিমান্ড শুরু হয়েছে। বুধবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুই মামলার একটিতে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কায়ছার আহাম্মেদ বলেন, অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে সাবেক এই সংসদ সদস্যকে জেলা কারাগার থেকে জামালপুর থানায় আনা হয়েছে। জামালপুর থানায় দায়ের হওয়া মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল পর্যন্ত। অপরদিকে, একই ধারায় রুজু হওয়ায় অপর একটি মামলায় আরও তিন দিনের রিমান্ড চলবে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান সাবেক সংসদ সদস্য আজাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুই মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার মিছিলে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ য় র হওয় আজ দ র

এছাড়াও পড়ুন:

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সন্ত্রাসী যত শক্তিশালীই আর সে যেই হোক না কেন আমাদের হাত থেকে রক্ষা পাবে না বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর (ডিএমপি), গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে নগরবাসীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য।

এ সময় তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য যে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। চেকপোস্ট, পেট্রোল, ফুট পেট্রোল, ডিবি-পুলিশ-র‍্যাব-সেনাবাহিনীর টহলসহ যা যা করণীয় আমরা সবকিছু করে যাচ্ছি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, সন্ত্রাসী যত শক্তিশালীই হোক আর সে যেই হোক সে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের সফলতা কতটুকু এবং সন্ত্রাসীরা আমাদের হাতে ধরা পরেই সেজন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তা আমাদের অভিযানেই প্রমাণ করে।

এনজে

সম্পর্কিত নিবন্ধ