বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে, তা জানতে চান ফ্রান্সের রাষ্ট্রদূত।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট কী, নির্বাচন কবে হতে পারে। বিএনপি নির্বাচন নিয়ে কী ভাবছে–তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। এটিতে একটি জনমত সৃষ্টি হয়েছে। মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়।

তিনি আরও বলেন, ফ্রান্সের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নামতে গিয়ে হুড়োহুড়িতে আহত ৭

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইলের শ্রমিকবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত বাস থেকে নামার সময় হুড়োহুড়িতে সাতজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার সোম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শ্রমিকেরা জানান, গতকাল রাত আটটার দিকে চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে একটি বাস তুমুলিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সড়ক দিয়ে সোম বাজার হয়ে টঙ্গীর গাছার উদ্দেশে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাতজন আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আমেনা বেগম নামের একজনকে ঢাকায় পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের পুরো বডি পুড়ে গেছে; তবে ইঞ্জিন ভালো রয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ