লাউয়াছড়া বনে আগুন, আতঙ্কিত স্থানীয়রা
Published: 27th, February 2025 GMT
কমলগঞ্জে হীড বাংলাদেশ নামের বেসরকারি সংস্থার টিলাভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বনের প্রায় দুই একর জায়গায় থাকা ছোট গাছপালা পুড়ে যায়। এতে সংশ্লিষ্ট এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার দুপুর ১টার দিকে বনের ভেতরের অংশে লাগা আকস্মিক এই আগুনের খবর ছড়িয়ে পড়লে বন-সংশ্লিষ্ট লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস ও বনকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, হীড বাংলাদেশের পশ্চিমাংশের টিলাভূমি থেকে আগুনের সূত্রপাত। পরে তা লাউয়াছড়া বনে লাগোয়া অংশে ছড়িয়ে পড়ে। এতে মোট দুই একর অংশ পুড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ইচ্ছে করে বনে আগুন লাগিয়েছে কোনো পক্ষ। আগুন দেখেই বন্যপ্রাণীরা দিগ্বিদিক ছুটতে থাকে। অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে। বনের গাছপালাও পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ফারুকুল ইসলাম এ বিষয়ে জানান, তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ চলছে।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে তা বনের প্রায় এক একর জায়গায় ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লেগেছে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় উদ্যান লাউয়াছড়ায় আগুন
মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আগুন লাগার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় দুই একর জায়গা পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।
স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণিরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণি মারা যাবে। প্রাণিদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।”
ঢাকা/আজিজ/এস