লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে খুটাখালী হাইস্কুলের সামনে এ কর্মসূচি শুরু করেন হাজারো লবণচাষি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে। এ সময় চাষিরা মহাসড়কে লবণ ছিটিয়ে রাখেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

চাষিরা অভিযোগ করেন, লবণ মৌসুমের শুরুতেই মিল মালিকরা পরিকল্পিতভাবে দাম কমিয়ে বিদেশ থেকে শিল্প লবণ আমদানির পাঁয়তারা করছেন। এ কারণে চলতি মৌসুমে প্রতি মণ লবণের দাম দাঁড়িয়েছে ২৪০ টাকা। লবণচাষিরা এতে পুঁজি হারিয়ে পথে বসছেন।

বক্তারা বলেন, একদিকে লবণের দর পতনের কারণে চাষিরা পুঁজি হারিয়েছেন, অপরদিকে বড় বড় কোম্পানি প্রতি কেজি লবণ ৪০ টাকায় বিক্রি করছে। আমদানি বন্ধ ও লবণের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খুটাখালী হাইস্কুলের কাছে কর্মসূচিতে কয়েক হাজার লবণচাষি অংশ নেন। তাদের অনেকের শরীরে ছিল কাফনের কাপড় জড়ানো। কেউ কেউ মহাসড়কে লবণ ছিটিয়ে প্রতিবাদ জানান। সেখানে বক্তব্য দেন ডুলাহাজারা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউপির সাবেক চেয়ারম্যান জামিল ইব্রাহিম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, শোয়াইব ইসলাম, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেযারম্যান মাওলানা আবদুল রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আমদ ন

এছাড়াও পড়ুন:

শাকিব খানের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে মুক্তি পেল ‘বরবাদ’

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খানের 'বরবাদ'।  ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় 'বরবাদ'। সেখানে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।  ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি। 

নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো'তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে।পুরো সিনেমা জুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।  

নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে 'বরবাদ'। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
 

সম্পর্কিত নিবন্ধ