Samakal:
2025-02-27@00:32:39 GMT

ব্রাউজারে গোপন সুরক্ষা

Published: 27th, February 2025 GMT

ব্রাউজারে গোপন সুরক্ষা

­ইন্টারনেট নেভিগেট করার মূল হাতিয়ার ওয়েব ব্রাউজার, যা ডিজিটাল অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। নিজের খোঁজের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং পরিষেবা নিমিষে উপস্থাপন করে ব্রাউজার।

সবাই যেভাবে ওয়েব ব্রাউজ করি, তার মধ্যে সবচেয়ে জরুরি গোপনীয় সুরক্ষা। মূলত এটি বিনামূল্যের ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, যা ক্রোমিয়াম বৈশিষ্ট্যে নির্মিত। সার্চ ইঞ্জিন, যা গুগল ক্রোমকে শক্তিশালী করে। সাহসী ব্রাউজার ব্যবহারকারীরা অনলাইনে ব্রাউজ করার সময় গোপনীয়তা, নিরাপত্তা এবং গতির প্রশ্নে আপস করতে নারাজ। ট্র্যাকিং কুকিজ ও অনুপ্রবেশকারী বিজ্ঞাপনের ওপর নির্ভর করার বদলে সাহসী ব্রাউজার ক্ষতিকারক সামগ্রী ব্লক করে। ব্যবহারকারীর ক্ষতিকারক ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখতে বেনামি ব্রেভ লেজারের ওপর নির্ভর করে। সাহসী ব্রাউজার হিসেবে খ্যাত ব্রেভ ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা স্মার্ট ডিভাইসের জন্য সহজেই অপ্টিমাইজ সুবিধা দিয়ে থাকে। ব্রেভ ব্রাউজার মজিলার সহপ্রতিষ্ঠাতা এবং জাভাস্ক্রিপ্টের প্রণেতা ব্রেন্ডন ইচ এবং ব্রায়ান বন্ডি, খান একাডেমি এবং মজিলার আগে সহপ্রতিষ্ঠা করা হয়।

গবেষকদের মতে, ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতায় গুগল ক্রোম এখন অবধি এগিয়ে। তবে মাইক্রোসফটের সবশেষ অফার নতুন করে প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। মাইক্রোসফট এডজ এখন ইন্টারনেটে তৃতীয় জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি বিগত কয়েক মাসে গ্রাহকের আস্থায় ফিরেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৭ ফেব্রুয়ারি ২০২৫)

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশ-পাকিস্তান
বেলা ৩টা, টি স্পোর্টস ও নাগরিক

টেনিস

মেক্সিকান ওপেন
সকাল ৯টা, ইউরোস্পোর্ট

দুবাই চ্যাম্পিয়নশিপ
বিকেল ৪টা, ইউরোস্পোর্ট

উইমেন্স প্রিমিয়ার লিগ

বেঙ্গালুরু-গুজরাট
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-লেস্টার
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ