পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিকের বিরুদ্ধে মামলা করুন
Published: 26th, February 2025 GMT
পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিকদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পাহাড় কাটলে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে না, মালিকের (মূল হোতা) বিরুদ্ধে মামলা করতে হবে। মালিককে আইনের মুখোমুখি করলে কেউ পাহাড় কাটার সাহস পাবে না। পাহাড় যদি না থাকে, তাহলে চট্টগ্রামের পরিচয় কী থাকে– আক্ষেপ করেন উপদেষ্টা।
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট নাগরিককে একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। বইমেলা শুক্রবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
কেউ পাহাড় কাটলে জেলা প্রশাসককে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, যদি জেলা প্রশাসক কাজ না করেন, তাহলে সিটি মেয়রকে জানাতে হবে। সমাপনীতে সভাপতিত্ব করেন চসিক মেয়র ডা.
সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন– ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম ও ক্রীড়ায় তামিম ইকবাল খান। এ ছাড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফজলুল কাদেরের নামে হল চায় না ছাত্র ইউনিয়ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের জন্য নির্মিতব্য আবাসিক হল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে করার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের নেতাকর্মী। আগামী এক মাসের মধ্যে তারা এই নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। হলটির নাম পরিবর্তন করে বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে করার দাবিও উঠেছে।
গতকাল বুধবার বিকেলে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ফজলুল কাদের চৌধুরী ও তাঁর ছেলে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রধানতম দালাল হয়ে কাজ করেছিলেন। চট্টগ্রামে শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আলবদর ও আলশামস বাহিনী গঠনে তিনি ভূমিকা পালন করেন। হলটি বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে করার দাবি জানান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা, সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সোহেল রানা, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ প্রমুখ। এই হলের নাম পরিবর্তনের জন্য প্রশাসনকে চিঠি দিয়ে নেতারা গতকাল প্রশাসনকে এক মাসের সময় দিয়েছেন। এর মধ্যে দাবি না মানা হলে শিক্ষার্থীদের নিয়ে তারা কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন।
এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় ছাত্রদের নামে নতুন হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুরোনো শামসুন নাহার হলের জায়গায় এ হলের নাম ‘ফজলুল কাদের চৌধুরী হল’ রাখা হয়। সভায় শেখ মুজিবুর রহমানের পরিবারের পাঁচজনের নামে থাকা চবির পাঁচটি স্থাপনাসহ মোট ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়। পাশাপাশি সভায় আরও ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।