ইংল্যান্ডকে বিদায় করে সেমির আশায় আফগানরা
Published: 26th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেও হেরেছিল ইংল্যান্ড। এবার আফগানিস্তানের ৩২৬ রান তাড়া করতে নেমে ৮ রানে হেরেছে ইংলিশরা।
দুই ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বিদায় নিয়েছে 'বাজবলের' বার্তা দেওয়া ব্রেন্ডন ম্যাককালামের ইংল্যান্ড। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাচিয়েছে আফগানিস্তান।
ইংল্যান্ড গ্রুপ পর্বে তাদের নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
লাহোরে বুধবার শুরুতে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ব্যাটে ভর করে বড় রান করে আফগানিস্তান। তিনি ক্যারিয়ার সেরা, আফগানিস্তানের সেরা ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১৭৭ রানের ইনিংস খেলেন। ১৪৬ বলের ইনিংস ১২টি চার ও ছয়টি ছক্কায় সাজান।
এছাড়া হাসমতউল্লাহ ৪০ ও আজমতউল্লাহ ৪১ রানের ইনিংস খেলেন।
জবাবে ইংল্যান্ডের জো রুট ১১১ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও একটি ছক্কা তোলেন। কিন্তু জস বাটলার ও হ্যারি ব্রুক সেট হলেও রুটকে সঙ্গ দেওয়া ইনিংস খেলতে পারেননি। তারা যথাক্রমে ৩৮ ও ২৫ রান করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
ভোটে শুরু বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া
তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার শুদ্ধচর্চা নিশ্চিতের বিষয়টি দলীয় নেতৃত্ব নির্বাচনেই আভাস দিচ্ছে বিএনপি। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
মঙ্গলবার বিকেলে মোস্তফাপুর বিএনপির সম্মেলন শেষে তৃণমূল কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ইউনিয়নে সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে রুহেল আহমেদ নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, মৌলভীবাজারে বিএনপিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কমিটি গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা বিএনপি। সম্প্রতি তৃণমূলে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে সদর উপজেলা বিএনপি। সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে সরাসরি কাউন্সিলরদের ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।
মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল আলম কোরেশী মান্নুর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনীল কুমার দাশ, ফখরুল ইসলাম, বকসি মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু প্রমুখ।
অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আয়াছ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সল আহমদ, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ।