সমগীতের ‘ভাষাবৈচিত্র্যের গান’-এ বাংলার সঙ্গে অন্যান্য ভাষাগোষ্ঠীর পরিবেশনা
Published: 26th, February 2025 GMT
বৈষম্যহীন সংস্কৃতির জমিন তৈরির প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হলো সমগীত সংস্কৃত প্রাঙ্গণের আয়োজন ‘ভাষাবৈচিত্র্যের গান’ কনসার্ট। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়েছেন দেশের প্রখ্যাত শিল্পীরা ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা। বম, মান্দি, মারমা, ত্রিপুরা ভাষার সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল চা–বাগানের শ্রমিকদের গান, ছিল ফয়েজ আহমদ ফয়েজের উর্দু কবিতা পাঠ।
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়’ এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনা দিয়ে শুরু হয় সমগীত সাংস্কৃতিক সংগঠনের এ আয়োজন। সমগীতের পক্ষ থেকে প্রথম দুটি পরিবেশনা ছিল এ গান দুটি।
শিল্পী সায়ান নিজের গান শুরুর আগে বললেন, ‘এই বহুভাষার সঙ্গে আরেকটি ভাষা আছে, যে বিষয় নিয়ে আমরা কথা কম বলি। সেটি প্রেম।’ সায়ান তাঁর কথায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ‘উপজাতি’ সম্বোধনের প্রতিবাদ জানান। তিনি পরিবেশন করেন দুটি গান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমগীত সংস্কৃত প্রাঙ্গণের সভাপ্রধান দীনা তাজরিন ও সহসভাপ্রধান রেবেকা নীলা। তাঁরা বলেন, এই দেশের প্রতিটি আন্দোলনে দেশের সব জাতিগোষ্ঠীর ভাষার মানুষ অংশগ্রহণ করেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন এই বাংলায় শতফুল ফোটাবারই আন্দোলন। ২০২৪–এর শিক্ষার্থী-জনতার জুলাই অভ্যুত্থান নতুন আশার জন্ম দিয়েছে বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অগ্রযাত্রার। তারই অংশ হিসেবে এই আয়োজন।
সমগীত সংস্কৃত প্রাঙ্গণের আয়োজিত ‘ভাষাবৈচিত্র্যের গান’ কনসার্টে সাংস্কৃতিক পরিবেশনা। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমগ ত স
এছাড়াও পড়ুন:
ভোটে শুরু বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া
তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার শুদ্ধচর্চা নিশ্চিতের বিষয়টি দলীয় নেতৃত্ব নির্বাচনেই আভাস দিচ্ছে বিএনপি। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
মঙ্গলবার বিকেলে মোস্তফাপুর বিএনপির সম্মেলন শেষে তৃণমূল কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ইউনিয়নে সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে রুহেল আহমেদ নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, মৌলভীবাজারে বিএনপিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কমিটি গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা বিএনপি। সম্প্রতি তৃণমূলে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে সদর উপজেলা বিএনপি। সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে সরাসরি কাউন্সিলরদের ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।
মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল আলম কোরেশী মান্নুর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনীল কুমার দাশ, ফখরুল ইসলাম, বকসি মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু প্রমুখ।
অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আয়াছ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সল আহমদ, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ।