বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
Published: 26th, February 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিজিটাল গ্রাহকসেবায় গ্রামীণফোন
সারাদেশে গ্রাহকসেবায় বিশেষ প্রচারণা ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা অপারেটর গ্রামীণফোন। আগামী ৭ মার্চ প্রচারণা শেষ হবে। যার আওতায় থাকছে বেশ কিছু অফার ও মেগা রিওয়ার্ড, যা গ্রাহক অভিজ্ঞতা ও গ্রাহককেন্দ্রিকতার প্রতিশ্রুতিকে সমৃদ্ধ করবে বলে জানানো হয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, সব সময় গ্রাহকের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক পরিষেবা প্রদানে কাজ করছি, যা তাদের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ ও দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে।
১.৩ প্রচারণা শুধু আকর্ষণীয় অফার নয়, উদ্যোগটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি প্রতিশ্রুতির দৃঢ় প্রতিফলন। গ্রাহক এখন সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। উদ্ভাবন ও সব ধরনের সেবা অব্যাহত রাখার লক্ষ্যে সংযোগকে অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য অর্থবহ করে তোলা প্রচারণার উদ্দেশ্য।
জিপিস্টার গ্রাহকের জন্য থাকছে লয়েলটি স্ট্যাটাস আপগ্রেডের বিশেষ সুযোগ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহক তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস আর ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহক। শুধু সংযোগ নয়, প্রচারণার আওতায় গ্রাহক তাদের দৈনন্দিন কেনাকাটায় পাবেন বিশেষ সুবিধা। স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড ও যোগান থেকে গ্রোসারি কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহক।
উদ্যোক্তারা জানান, সাশ্রয়ী ও সহজ কেনাকাটার মাধ্যমে গ্রাহকের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করে তুলতেই এমন আয়োজন। জানা গেছে, অন্যদিকে ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক বিশেষ গিফট, পাঠাও ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ সেবায় বিশেষ সেভিংসের মতো সুবিধা উপভোগ করা যাবে। থাকছে ক্যাশব্যাক ও বিশেষ ডিল সুবিধা।
অন্যদিকে, গ্রাহকসেবায় থাকবে এয়ার টিকিট, শতভাগ ক্যাশব্যাক, জিপিফাইয়ে বিশেষ ছাড়ের মতো সুবিধা। নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ ও নতুন সিম অফার থাকছে।