তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের তিনি আগেও দেখেছেন। এখন দেখছেন নাহিদ রানাকে। নিজে যেহেতু ফাস্ট বোলার ছিলেন, আকিব জাভেদের এই দেখাটা অবশ্যই সে দৃষ্টিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে আনুষ্ঠানিকতা রক্ষার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগের দিন বাংলাদেশের পেসারদের প্রশংসাই করলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

আরও পড়ুনচার দিনও টিকল না ডাকেটের রেকর্ড, ১৭৭ রান করে সবার ওপরে জাদরান৫ ঘণ্টা আগে

তবে বাংলাদেশের পেসারদের তুলনায় পাকিস্তানের ফাস্ট বোলারদেরই এগিয়ে রেখেছেন আকিব জাভেদ। আজ দুপুরে পাকিস্তানের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একবাক্যেই যেন বুঝিয়ে দিতে চাইলেন পার্থক্যটা, ‘পাকিস্তানের ফাস্ট বোলার—শাহিন, নাসিম ও হারিসরা বর্তমান এবং ভবিষ্যতেরও সেরা বোলার।’

রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পাকিস্তান দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শাকিব খানের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে মুক্তি পেল ‘বরবাদ,

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খানের 'বরবাদ'।  ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় 'বরবাদ'। সেখানে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।  ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি। 

নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো'তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে।পুরো সিনেমা জুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।  

নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।

এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে 'বরবাদ'। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
 

সম্পর্কিত নিবন্ধ