Prothomalo:
2025-02-26@21:44:12 GMT

আমিরাতে হারে শুরু আফঈদাদের

Published: 26th, February 2025 GMT

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩–১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, এক গোল এলিজাবেথের। ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন স্বপ্না–সুরভীরা।

এদিন ৩-৪-৩ ফর্মেশনে একাদশ সাজান কোচ পিটার বাটলার। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তনিমা বিশ্বাসের। বাটলার আক্রমণভাগে রাখেন মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা ও শাহেদা আক্তার রিপাকে। আর গোলপোস্ট আগলে রাখার দায়িত্বটা দেওয়া হয় ইয়ারজান বেগমকে।

আরও পড়ুনস্মরণীয় জয়ে ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইল আফগানিস্তান৪৯ মিনিট আগে

২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে আলো ছড়ানো এই গোলকিপার কালও চেষ্টা করেছেন পোস্ট অরক্ষিত রাখতে। শেষ পর্যন্ত যদিও পারেননি। প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পরও ২-১ গোলে পিছিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আফঈদা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর জন্য আক্রমণের ধার বাড়িয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। উল্টো আরেক গোল হজম করে।

আমিরাতের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্ত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের মেয়েদের নতুন শুরু আজ

জোড়া সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহীকে বাদ দিয়েই কদিন আগে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে গত সাফজয়ী খেলোয়াড় আটজন। ২৩ জনের স্কোয়াডে বাকিরা নবাগত।

সেদিক থেকে নতুন এক বাংলাদেশই আজ নতুন শুরু করছে। শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে।

গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফ জয়ের মূল কুশীলবরাই নেই দলে। তাঁদের ছাড়া নতুন বাংলাদেশ কেমন করে, সেদিকে তাকিয়ে সবাই।

তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই মেয়েরা পা রাখতে চান নতুন দিনে। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে নতুন অধিনায়ক ডিফেন্ডার আফঈদা খন্দকারের।

বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশের মেয়েদের নতুন শুরু আজ