সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে চায় পাকিস্তান
Published: 26th, February 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ এসেছিলেন। শুরুর ১২ প্রশ্নে কোথাও ছিল না বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির কারণ, ভারতের বিপক্ষে লড়াইয়ে পেরে উঠতে না পারা, স্বাগতিক হয়েও ছয়দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়, ব্যর্থতার কারণসহ কত-কত প্রশ্ন।
১৩ নম্বর প্রশ্নে যখন পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে। খুশি হয়ে যান আকিব জাভেদ। গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘‘ধন্যবাদ সৃষ্টিকর্তার আছে। কেবল আপনিই এখানে এগিয়ে যেতে চাইছেন।’’
আয়োজক হয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ের ঘটনা নতুন নয়। পাকিস্তানও বিদায় নিয়েছে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বতা বাবর, রিজওয়ান, আফ্রিদিরা করতে না পারায় প্রবল সমালোচনা হচ্ছে। আগামীকালের ম্যাচটি তাদের জন্য মুখ রক্ষার।
আরো পড়ুন:
ব্যাটসম্যানরা ৩০০ করলেই বোলাররা পাকিস্তানকে আটকাতে পারবে
আফগানদের ব্রিটিশ বধ
এজন্য সব ভুলে শূন্য থেকে শুরুর কথা বললেন আকিব জাভেদ, ‘‘ক্রিকেট নিয়ে আলোচনায় দেখবেন, বাইরের যারা আছে তারা কেবল একটি নির্দিষ্ট ম্যাচ নিয়েই চিন্তা করে। কিন্তু খেলোয়াড়দের কথা ভাবুন, তারা ভাবছে মাঠে কি হয়েছে, কিভাবে হলো এবং কোথায় উন্নতি করতে হবে। প্রতিটি ম্যাচ নতুন নতুন চাপ তৈরি করেছে। আপনি যখন ব্যাটিং করবেন তখন কাজটা কিন্তু সহজ হয় না। এজন্য সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। আমরাও সেদিকেই নজর রাখছি। আর এটা চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ নয়। সেরা আটটা দল খেলে। আগামীকালের ম্যাচটাও আমাদের জন্য সমান গুরুত্বের। আপনি যখন খারাপ অবস্থানে থাকবেন অবশ্যই চাইবেন যেন আপনার সেরা ক্রিকেটাই খেলতে। আমরাও আগামীকাল শক্তিশালী হয়ে খেলতে চাই এবং পরবর্তীতে সামনে এগিয়ে যেতে চাই।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিজিটাল গ্রাহকসেবায় গ্রামীণফোন
সারাদেশে গ্রাহকসেবায় বিশেষ প্রচারণা ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা অপারেটর গ্রামীণফোন। আগামী ৭ মার্চ প্রচারণা শেষ হবে। যার আওতায় থাকছে বেশ কিছু অফার ও মেগা রিওয়ার্ড, যা গ্রাহক অভিজ্ঞতা ও গ্রাহককেন্দ্রিকতার প্রতিশ্রুতিকে সমৃদ্ধ করবে বলে জানানো হয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, সব সময় গ্রাহকের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক পরিষেবা প্রদানে কাজ করছি, যা তাদের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ ও দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে।
১.৩ প্রচারণা শুধু আকর্ষণীয় অফার নয়, উদ্যোগটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি প্রতিশ্রুতির দৃঢ় প্রতিফলন। গ্রাহক এখন সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। উদ্ভাবন ও সব ধরনের সেবা অব্যাহত রাখার লক্ষ্যে সংযোগকে অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য অর্থবহ করে তোলা প্রচারণার উদ্দেশ্য।
জিপিস্টার গ্রাহকের জন্য থাকছে লয়েলটি স্ট্যাটাস আপগ্রেডের বিশেষ সুযোগ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহক তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস আর ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহক। শুধু সংযোগ নয়, প্রচারণার আওতায় গ্রাহক তাদের দৈনন্দিন কেনাকাটায় পাবেন বিশেষ সুবিধা। স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড ও যোগান থেকে গ্রোসারি কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহক।
উদ্যোক্তারা জানান, সাশ্রয়ী ও সহজ কেনাকাটার মাধ্যমে গ্রাহকের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করে তুলতেই এমন আয়োজন। জানা গেছে, অন্যদিকে ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক বিশেষ গিফট, পাঠাও ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ সেবায় বিশেষ সেভিংসের মতো সুবিধা উপভোগ করা যাবে। থাকছে ক্যাশব্যাক ও বিশেষ ডিল সুবিধা।
অন্যদিকে, গ্রাহকসেবায় থাকবে এয়ার টিকিট, শতভাগ ক্যাশব্যাক, জিপিফাইয়ে বিশেষ ছাড়ের মতো সুবিধা। নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ ও নতুন সিম অফার থাকছে।