সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে চায় পাকিস্তান
Published: 26th, February 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ এসেছিলেন। শুরুর ১২ প্রশ্নে কোথাও ছিল না বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির কারণ, ভারতের বিপক্ষে লড়াইয়ে পেরে উঠতে না পারা, স্বাগতিক হয়েও ছয়দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়, ব্যর্থতার কারণসহ কত-কত প্রশ্ন।
১৩ নম্বর প্রশ্নে যখন পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে। খুশি হয়ে যান আকিব জাভেদ। গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘‘ধন্যবাদ সৃষ্টিকর্তার আছে। কেবল আপনিই এখানে এগিয়ে যেতে চাইছেন।’’
আয়োজক হয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ের ঘটনা নতুন নয়। পাকিস্তানও বিদায় নিয়েছে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বতা বাবর, রিজওয়ান, আফ্রিদিরা করতে না পারায় প্রবল সমালোচনা হচ্ছে। আগামীকালের ম্যাচটি তাদের জন্য মুখ রক্ষার।
আরো পড়ুন:
ব্যাটসম্যানরা ৩০০ করলেই বোলাররা পাকিস্তানকে আটকাতে পারবে
আফগানদের ব্রিটিশ বধ
এজন্য সব ভুলে শূন্য থেকে শুরুর কথা বললেন আকিব জাভেদ, ‘‘ক্রিকেট নিয়ে আলোচনায় দেখবেন, বাইরের যারা আছে তারা কেবল একটি নির্দিষ্ট ম্যাচ নিয়েই চিন্তা করে। কিন্তু খেলোয়াড়দের কথা ভাবুন, তারা ভাবছে মাঠে কি হয়েছে, কিভাবে হলো এবং কোথায় উন্নতি করতে হবে। প্রতিটি ম্যাচ নতুন নতুন চাপ তৈরি করেছে। আপনি যখন ব্যাটিং করবেন তখন কাজটা কিন্তু সহজ হয় না। এজন্য সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। আমরাও সেদিকেই নজর রাখছি। আর এটা চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ নয়। সেরা আটটা দল খেলে। আগামীকালের ম্যাচটাও আমাদের জন্য সমান গুরুত্বের। আপনি যখন খারাপ অবস্থানে থাকবেন অবশ্যই চাইবেন যেন আপনার সেরা ক্রিকেটাই খেলতে। আমরাও আগামীকাল শক্তিশালী হয়ে খেলতে চাই এবং পরবর্তীতে সামনে এগিয়ে যেতে চাই।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)
নিউজিল্যান্ড–পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। আইপিএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ।১ম ওয়ানডে
নিউজিল্যান্ড–পাকিস্তান
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫
গুজরাট টাইটানস–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
ফুলহাম–ক্রিস্টাল প্যালেস
সন্ধ্যা ৬–১৫ মি., সনি স্পোর্টস টেন ১
ব্রাইটন–নটিংহাম ফরেস্ট
রাত ১১–১৫ মি., সনি স্পোর্টস টেন ১
বায়ার্ন মিউনিখ–পাওলি
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
রিয়াল মাদ্রিদ–লেগানেস
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট