বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।

আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।

সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। আজ বুধবার রাতে বাংলামোটর মোড়ে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক অবর ধ ব সরক র

এছাড়াও পড়ুন:

বাবর শেষ, পাকিস্তানও শেষ, ২২ রানে নেই ৭ উইকেট

দারুণ খেলছিলেন বাবর আজম। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের ৩৪৪ রান তাড়া করতে জিততে পাকিস্তানের দরকার তখন ৬৯ বলে ৯৬ রান। হাতে ৭ উইকেট। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা।

মানে রান তাড়ায় সঠিক পথেই ছিল পাকিস্তান। এমন সময়ে উইল ও রুর্কের বলে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন বাবর। ব্যস, পাকিস্তানের আশা ভরসা এখানেই শেষ! ৩ উইকেটে ২৪৯ রান পাকিস্তান শেষ ২২ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। গুটিয়ে গেছে ২৭১ রানে। তাতে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জুটেছে ৭৩ রানের হার।

সম্পর্কিত নিবন্ধ