বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আইনজীবী আহমেদ আযম খান বলেছেন, ‘৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছিল, তার পেছনের নায়ক ছিলেন তারেক রহমান। ছাত্রদল নেতাদের তারেক রহমান ওই সময় নির্দেশ দিয়েছিলেন, “তোমরা ছাত্রদলের ব্যানারে আন্দোলন-মিছিল করবে না। তোমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে থেকে আন্দোলন করবে।” ওই আন্দোলনের মূলশক্তি ছিল ছাত্রদল। গত ১৭ বছরে বিএনপি নেতাদের খুন, গুম, জেল-জুলুম অত্যাচার-নির্যাতনের ফসল হচ্ছে ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান।’

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে (প্রস্তাবিত) নবীনবরণ উৎসবে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির আগের নাম ছিল সরকারি মুজিব কলেজ।

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে আহমেদ আযম খান বলেন, ‘ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না, আমার কথা পরিষ্কার। রাজনৈতিক দল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কিছু সমন্বয়ক, তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয়।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।’  

কলেজের নবীন বরণ উৎসবের উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হেলাল উদ্দিন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.

শরিফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। সব শেষে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পীরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র র জন ত

এছাড়াও পড়ুন:

শেষ হলো নজরুল উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত দুই দিনের ‘নজরুল উৎসব ২০২৫’ শেষ হয়েছে। মঙ্গলবার রাতে উৎসবের সমাপনী আয়োজনে ছায়ানট সংস্কৃতি ভবনে গান, আবৃত্তি ও নাটকে নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা। উৎসব আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা।

সমাপনী আয়োজনে বক্তব্য দেন নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। কাজী নজরুল ইসলামের লেটো নাটক স্বামী-স্ত্রীর ঝগড়া পরিবেশন করে বহর নাট্যনৃত্য দল। নাটকটি প্রযোজনা করেছে বাঁশরী। এরপর বিজন মিস্ত্রি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, মৃদুলা সমাদ্দারসহ আরও অনেকে নজরুলের একক গান পরিবেশন করেন। নজরুলের কবিতা আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ঋষভ সাহার কণ্ঠে ‘বরষা ওই এলো বরষা’ দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

উৎসবটি শুরু হয়েছিল গত সোমবার। উদ্বোধন করেন নজরুলসংগীত সংস্থার সভাপতি শিল্পী ইয়াকুব আলী খান। অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও প্রাবন্ধিক মফিদুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নির্মাতা কৌশিক শংকর দাশ।

উদ্বোধনী আয়োজনে গান গেয়ে শোনান অভিজিত কুণ্ডু, প্রিয়াঙ্কা গোপ, মনিষ সরকার, মৌমিতা হক, মোহিত খান। নৃত্যালেখ্য জাগে জ্যোতির্ময় পরিবেশন করে ধৃতি নর্তনালয়। নৃত্য পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব।

আরও পড়ুনগান-নৃত্যে নজরুল উৎসব শুরু২৪ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দাবি এমপিও শিক্ষকদের
  • রমজানে খাদ্যদ্রব্য মজুদ ও ভেজাল করলে কঠোর ব্যবস্থা : ডিসি
  • কুবিতে আইন অমান্য করে তারুণ্যের উৎসবের প্রচারণা
  • এখনো ছবি আটকে আছে কেন
  • শেষ হলো নজরুল উৎসব
  • নবান্নের মতো আলু নিয়ে রাজশাহীতে অন্য রকম এক উৎসব
  • গ্যাংস্টারের ছেলে আর স্ট্রিপ ড্যান্সারের প্রেমের গল্প
  • ঈশ্বরদী সুহৃদের আনন্দদিন
  • নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ,