Prothomalo:
2025-04-18@08:16:14 GMT

মেলায় শেষ বিকেলে ভাবসংগীত

Published: 26th, February 2025 GMT

বইমেলার শিশু কর্নারে রক্তিম ফুলে ফুলে ভরে আছে পলাশের শাখা। তার পাশেই খোলা মঞ্চে চর্যাপদের পদগুলো পরিবেশন করছিলেন সাধক শিল্পীরা, ‘কায়া তরুবর পঞ্চবি ডাল...।’ বসন্তের শেষ বিকেলে মেলায় আসা শিশু আর তাদের অভিভাবকেরা আগ্রহ নিয়ে উপভোগ করছিলেন সেই গান। আজ বুধবার মেলায় প্রবেশ করতেই এ দৃশ্য চোখে পড়ল।

ভাবনগর সাধুসঙ্গ এখানে প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত চর্যাপদের গানের আসর করে থাকে বলে জানালেন লোক–গবেষক ও ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি সাইমন জাকারিয়া। আজ ছিল ৫৩৭তম আসর, ১২ বছর ধরে চলছে এ আয়োজন। শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তরসহ অনেকে শ্রোতাদের গানে গানে মাতিয়ে রেখেছিলেন সন্ধ্যা অবধি।

শেষ পর্যায়ে এসে আজ বিক্রিতে কিছুটা গতির সঞ্চার হয়েছে। বেড়েছে লোকসমাগম আর নতুন বইয়ের প্রকাশনাও। মোড়ক উন্মোচন চলছে নতুন বইয়ের। ইতি প্রকাশন তাদের প্যাভিলিয়নের নাম দিয়েছে ‘জিয়া বাড়ি’। সেখানেই সন্ধ্যায় শামা ওবায়েদের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতি প্রকাশন থেকে প্রকাশিত বই তিনটি হলো ‘হৃদয় জুড়ে একটি নাম: জিয়াউর রহমান’, ‘জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ’ এবং ‘দেশনেত্রী খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ’। অনুষ্ঠানে লেখিকাসহ আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ বিএনপির নেতারা।

তথ্যকেন্দ্রে আজ ১৬৬টি নতুন বইয়ের নাম জমা পড়েছে। বাংলা একাডেমি এনেছে বিশিষ্ট প্রাবন্ধিক আবদুল হকের রচনাবলি’র প্রথম খণ্ড। সংকলন ও সম্পাদনা করেছেন সৈয়দ আজিজুল হক। অন্যপ্রকাশ এনেছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ৪০টি কিশোর উপন্যাসের সংগ্রহ ‘ছোটকাকু চল্লিশ’, প্রথমা এনেছে মো.

তৌহিদ হোসেনের ভ্রমণগদ্য ‘আফ্রিকা দক্ষিণ’। ইউপিএল এনেছে শওকত হোসেন মাসুমের ‘কেলেঙ্কারির অর্থনীতি: বাংলাদেশের অর্থনীতির পেছনের অর্থনীতি’, নবযুগ এনেছে কামরুল হায়দারের গবেষণা গ্রন্থ‘নজরুল সঙ্গীতের ভাবসন্ধান’, স্বপ্ন’৭১ এনেছে মোহিত কামাল সম্পাদিত ‘শতবর্ষ পেরিয়ে নজরুলের ধূমকেতু’, ঐতিহ্য এনেছে আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ ‘আমার মীর মশাররফ’, উৎস এনেছে লোকসংগীতবিষয়ক বই সুমনকুমার দাশ সংগৃহীত ও সম্পাদিত ‘শফিকুন্নূর সমগ্র’, কাকাতুয়া এনেছে আবদুল মান্নান সৈয়দের ‘ছোটদের রচনা সমগ্র’, পাঞ্জেরী এনেছে দন্ত্যস রওসনের ‘প্রেমের অণুকাব্য-২’, পাঠক সমাবেশ এনেছে প্রত্নতত্ত্ববিষয়ক স্থপতি ড. সাজিদ বিন দোজার ‘রেখাচিত্রে প্রাচীন পুণ্ড্রনগর’, অ্যাডর্ন এনেছে হারুন-উজ-জামানের ইতিহাসবিষয়ক ‘জিন্নাহ্‌র প্রেম: বাংলা ও ভারত ভাগ’, সুচয়নী এনেছে এস এম শামসুদ্দিনের ছড়ার বই ‘গাঁয়ের নামটি মেষ্টা’, মাওলা ব্রাদার্স এনেছে মুরাদুল ইসলামের জীবনী–বিষয়ক ‘ফকির ফয়জুল্লাহ’, বেঙ্গল পাবলিকেশন এনেছে পাপড়ি রহমানের উপন্যাস ‘ঊষর দিন ধূসর রাত’, ঋদ্ধি এনেছে আলমগীর সাত্তারের শিশুতোষ ‘ছোটদের এরোপ্লেন আবিষ্কারের কাহিনি’, জ্ঞানকোষ এনেছে শাহাদুজ্জামানের ‘নির্বাচিত গল্প’ ও সুপর্ণা এলিস গমেজের মুক্তিযুদ্ধের গল্প ‘নয় মাস’। আগামী এনেছে পলাশ মাহমুদ অনূদিত ও সাখাওয়াত টিপু সম্পাদিত ‘নির্বাচিত নোবেল বক্তৃতা’, অবসর এনেছে ড. এম দেলোয়ার হোসেনের ইতিহাসবিষয়ক ‘ইতিহাসচর্চার প্রবেশপথ’, পুণ্ড্র এনেছে সালেহা চৌধুরীর গল্প ‘ঈশ্বর মানুষ ও জীবনযাপন’।

তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে আজ পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ২ হাজর ৭৮৮টি। মেলার দুই দিন বাকি। নতুন বই যেমন আসবে, তেমনি বইয়ের অনুরাগীরাও কেনাকাটায় গতির সঞ্চার করবেন—এ আশা প্রকাশকদের।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ষয়ক বইয় র

এছাড়াও পড়ুন:

ডেটলাইনের মধ্যে সংস্কার ও বিচার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি

অন্তর্বর্তী সরকারের ডেটলাইনের মধ্যে সব সংস্কার এবং শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার দৃশ্যমান করে নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা আল্লাহর রহমত ও বরকতের বাংলাদেশ চাই। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেটলাইন দিয়েছে। এর মধ্যেই সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। নির্বাচন নিয়ে আমাদের অবস্থান সম্পর্কে অনেকে ভুল বোঝার চেষ্টা করে, কিন্তু জামায়াতের আমির গতকালও আমাদের অবস্থান পরিষ্কার করেছেন।’

কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ শুক্রবার কর্মিসম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যের শেষে তিনি কুমিল্লা দক্ষিণ জেলার চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে কুমিল্লা-৮ আসনে শফিকুল আলম (হেলাল), কুমিল্লা-৯ আসনে এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে ইয়াছিন আরাফাত এবং কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম ঘোষণা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের জুন এবং ২৫-এর ডিসেম্বর দুটি ডেটলাইন দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যে ডেটলাইন দিয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন করলে আমাদের আপত্তি নেই। তবে ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে এ দেশের মানুষ আর কখনোই এমন নির্বাচন হতে দেবে না। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য পুলিশে সংস্কার, সংবিধানের সংস্কার, প্রশাসনের সংস্কারসহ সব সংস্কার ন্যূনতমভাবে শেষ করতে হবে। হাসিনা ও তাঁর সহযোগীরা যাঁরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাঁদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব।’

নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন, জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। গত ১৬ বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ১৭ বছর একটি কালো অধ্যায় পার করেছি আমরা। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জণগণকে তাঁদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মু. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১–এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ বদিউল আলম (সুজন)।

লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু.শহিদ উল্যাহ ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. জোবায়ের ফয়সাল।

সম্পর্কিত নিবন্ধ