অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল
Published: 26th, February 2025 GMT
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এই অভিযানে ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল) আরও ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৪ পয়েন্ট ৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ ও রাইফেলের একটি গুলি।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুরু হচ্ছে ছয় সিনেমার লড়াই
বছরজুড়ে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ব্যতিক্রম শুধু দুই ঈদ। এই দুই উৎসবে সিনেমাপ্রেমীরা তাদের প্রিয় তারকার সিনেমা দেখতে হলে ভিড় জমায়। ফলে সিনেমা হল হয়ে ওঠে সরব। এই ঈদুল ফিতরে আসছে ছয়টি ভিন্নধর্মী সিনেমা, যার প্রতিটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মন্তব্য ছবিগুলোর নির্মাতাদের। অ্যাকশন, থ্রিলার, হরর– সব ধরনের মসলাই থাকছে এবারের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে। পরিচালকদের ভিন্ন ভিন্ন নির্মাণশৈলী ও চমকপ্রদ কাস্টিং এই সিনেমাগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। একনজরে দেখে নেওয়া যাক ঈদের ছয়টি সিনেমা ও এগুলোর বিশেষ দিক–
ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ‘বরবাদ’
এবারের অ্যাকশনপ্রেমীদের জন্য থাকছে বড় বাজেটের ‘বরবাদ’ সিনেমাটি। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় এ ছবির মাধ্যমে দর্শকদের উপহার দিচ্ছেন এক ভিন্নধর্মী গল্প। ছবিটি মূলত রিভেঞ্জ থ্রিলার ঘরানার, যেখানে প্রতিশোধ ও প্রতারণার এক জটিল খেলায় জড়িয়ে পড়বে চরিত্ররা। সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা।
বখে যাওয়া প্রেমিক ও স্টাইলিশ থ্রিলার গল্পে জংলি
‘জংলি’ ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে, যেখানে গল্পের বাঁকবদল দর্শকদের চমকে দেবে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর কাহিনির জন্য সিনেমাটি তরুণ দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্মাতা। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি।
দাগি আসামির নতুন পরীক্ষা
ছোট পর্দায় একের পর এক হিট সিরিজ উপহার দেওয়ার পর জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন এবার ঈদে হাজির হচ্ছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। থ্রিলারধর্মী এই সিনেমার গল্প সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। শিহাব শাহীন তাঁর নির্মাণশৈলীর জন্য বরাবরই প্রশংসিত, তাই ‘দাগি’ দর্শকদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে পারে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এই সিনেমার ব্যতিক্রমী প্রচারণা সবার নজর কেড়েছে। এতে নিশোকে দেখা গেছে দাগি আসামির বেশে।
রহস্যে মোড়ানো হরর ইউনিভার্স ‘জ্বীন থ্রি’
বাংলাদেশে হরর সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জ্বীন থ্রি’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি এই সিনেমা আগের দুটি পর্বের মতোই ভয় ও রহস্যে মোড়ানো। আধুনিক ভিএফএক্স ও ভয়াবহ সিনেমাটোগ্রাফি ব্যবহার করে নির্মিত হওয়ায় এটি দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াচ্ছে। ছবিটির এবারের পর্বে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সঙ্গে আছেন সজল। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে চক্কর
একটি অপরাধ, একাধিক সন্দেহভাজন ও এক রহস্যময় গল্প– এই থিম নিয়ে তৈরি হয়েছে ‘চক্কর’। পরিচালক শরাফ আহমেদ জীবন ইতোমধ্যে ক্রাইম-থ্রিলার ঘরানায় বেশ পরিচিত। ‘চক্কর’ সেই ধারায় নতুন সংযোজন হতে চলেছে। এই সিনেমায় রয়েছে রহস্য, সাসপেন্স এবং মানসিক টানাপোড়েন, যা দর্শকদের শেষ পর্যন্ত ভাবিয়ে তুলবে বলে মন্তব্য নির্মাতার। তিনি আরও বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে মইনুল নামে একজন গোয়েন্দা পুলিশের চরিত্র রয়েছে। এই চরিত্রই করছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’
পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অত্নরাত্মা’। এতে অভিনয় করছেন শাকিব খান ও কলকতার দর্শনা বনিকসহ অনেকেই। ঈদ সিনেমার তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।