‘ছাত্রদল চাইলে দেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না’
Published: 26th, February 2025 GMT
ছাত্রদল চাইলে এ দেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেছেন, “বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতি করে, তারা ছাত্রদলের রাজনীতিকে বিশ্বাস করতে পারছে না। ছাত্রদলের ভালো কাজের জন্য গুপ্ত সংগঠন গুপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ক্যাম্পাস কমিটিগুলো দুই সদস্য, তিন সদস্য হয়ে থাকে। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা কোন সদুত্তর দিতে পারে না। ছাত্রদল যদি মনে করে এ দেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না, ছাত্রদল তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে।”
বুধবার (২৬ ফেব্রুয়ারী) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেউ কোনদিন বলতে পারবে না, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল দ্বারা কেউ সামান্যতম প্রভাব প্রতিপত্তির শিকার হয়েছে। আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি আমাদের অভিজ্ঞতার বলে। ছাত্রদলের মতো তাদের কোন সৎ সাহস নেই যে, তারা প্রকাশ্যে এসে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের আদর্শকে বিলিয়ে দেবে, প্রচার করবে।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। যে বা যারাই এই ইতিহাসকে পরিবর্তন করতে চাইবে, ভূলুণ্ঠিত করতে চাইবে, তাদের আপনাদের প্রতিহত করতে হবে।”
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড.
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প ত স গঠন ছ ত রদল র সদস য
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রথম মেধাতালিকা প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করেছে। প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন শিক্ষার্থীর ‘ই’ ইউনিটে ২০০ জন এবং ‘আইবিএ-জেইউ’ ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
**মেধাতালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুনকৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ শিক্ষার্থী১ ঘণ্টা আগে