অ্যাকাউন্টে ১০,৬৯৮ টাকা, কেনা হয়নি বাড়ি-গাড়িও
Published: 26th, February 2025 GMT
ফেসবুকে বুধবার দিনভর সাবেক তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের শত শত কোটি টাকার ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের ব্যাংক একাউন্টের স্টেটমেন্টের কাগজের ছবিসহ তথ্য তুলে ধরেন।
ফেসবুক পোস্টে নাহিদ বলেন, ‘উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানি নিতে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এবং ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলিত হয়েছে।
তার মানে বর্তমানে তার অ্যাকাউন্টে ১০ হাজার ৬৯৮ টাকা জমা রয়েছে। আর সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবারের কেউ কেনেনি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্টে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হ দ ইসল ম ব য ক হ স ব তলব উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ৪৫ থেকে ৪৬ এ পা রাখলেন। শুক্রবার নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনও ছিল চোখে পড়ার মতো। দুই সন্তানের জনক শাকিব খান তার বিশেষ দিনের আনন্দ আলাদা আলাদা করে সন্তানদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন। বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানের জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস।
ছবিতে দেখা যাচ্ছে একটি লাল কেক কাটছেন শাকিব খান। এতে আব্রামের পক্ষ থেকে লেখা রয়েছে, ‘‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা’’।
বাবা আর ছেলের ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এ এক অন্যরকম বন্ধন। যাকে বলে আত্মার বন্ধন, শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’’
আরো পড়ুন:
রাস্তায় নামাজ পড়লে শাস্তি, ভারতের প্রশাসনকে পাল্টা প্রশ্ন অভিনেতার
জাহিদুল ইসলামের রচনায় ঈদের নাটক ‘আধুনিক চোর’
অপুর এই পোস্টে সাত হাজারের বেশি অনুরাগী কমেন্ট করেছেন। এতে লাইক পড়েছে পনেরো হাজারেও বেশি।
ঢাকা/লিপি